ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি- করোনায় আক্রান্ত ডা: এম.জি মোস্তফা দৃঢ়তা

আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি- করোনায় আক্রান্ত ডা: এম.জি মোস্তফা দৃঢ়তা


ফুলবাড়িয়া টুডে ডট কম : একজন বিনয়ী, নম্র, ভদ্র ও নিরিবিলি চিকিৎসক এম.জি. মোস্তফা। ব্যবসায়িক ধান্দায় নয়, নিজেকে একজন প্রকৃত ডাক্তার হিসাবে জানান দিতে নিজ চেম্বারে দৃশ্যমান অনেক কাজ চোখে পড়ে। কথায় নয়, চেম্বারের সামনে গেলে শিক্ষনীয় অনেক বাণী বা লেখা দেখা যায়। মেডিকেল অফিসারের দরজার সামনে পরামর্শ বা অভিযোগ রেজিস্ট্রার বা খাতা তাঁর চেম্বারেই দেখা যায়। সরকারী দায়িত্ব পালন শেষে চেম্বারে আসা বহু গরিব, অসহায় রোগিদের নিজের পকেট টাকা বের করে দিয়ে ঔষধ কিনে দিয়েছেন। হেলথ টিপস, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন লেখাও অনেক পত্রিকাতেও ছাপা হয়েছে। নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তাঁকে নিয়ে লেখা শুরু করলে অনেক বড় লেখা হয়ে যাবে। এমন একজন ব্যক্তি যিনি শুধু মানুষের সেবা করে গেছেন সেই ব্যক্তিটি যখন কারো না, কারো মাধ্যমে মরণ ঘাতক করোনায় আক্রান্ত হয়ে আক্ষেপ করেন তখন আমরা তাঁর শুভাকাঙ্খী হিসাবে কষ্টের সীমা থাকে না। তাঁর লেখাটি পাঠকের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা নেন। পৃথিবীতে এমন কিছু নেই,যা আল্লাহর নির্দেশ ব্যতীত হয়। একবুক প্রশান্তির নিঃশ্বাস নিতে পারছি এটা ভেবে যে,শেষ মুহূর্ত পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়ে গেছি। যদি মহান আল্লাহ আমাকে সুযোগ দান করেন,আবার ফিরে আসবে যুদ্ধের ময়দানে ইনশাল্লাহ। যদি মনের অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন,বিনীত ভাবে ক্ষমা করে দিবেন। আমার জন্য,আমার প্রিয় পরিবারের জন্য প্রানের গভীর থেকে দোয়া করবেন। অনুগ্রহ পূর্বক আপনারা ঘরে থাকুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন। দয়া করে কেউ চিকিৎসকের কাছে লক্ষ্মন গোপন করবেন না। আমাদের সম্মুখ যোদ্ধা খুব কম। প্রত্যেকেই যার যার অবস্হান থেকে যুদ্ধ করুন। সচেতনতা ছাড়া বাঁচার কোন পথ সেই। প্রিয় সহযোদ্ধারা খুব সতর্ক ভাবে যুদ্ধ করুন। জয় আমাদেরই হবে। ভালো থেকো প্রিয় বাংলাদেশ। সবার জন্য শুভ কামনা রইলো। সকল বন্ধু বান্ধব, শুভাকাঙ্খীদের কাছে আমি চির কৃতজ্ঞ অকৃত্রিম ভালোবাসার জন্য, শেষ মুহূর্ত পর্যন্ত এতো প্রেরনা যোগানোর জন্য। সত্যিকার বীরের মৃত্যু হয় না। আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি। আল্লাহ সবার সহায় হউন। আমিন।

@fulbrianews24

বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া একটি বানর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পাশে বসে আহাজারি করছে তার স্বজন। 

ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া আহত বানরগুলোকে এখনো কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বানরগুলোর মুখ ও হাত-পায়ের ক্ষতস্থান থেকে মাংস পচে খসে খসে পড়ছে। পোড়া হাত-পা চামড়ার সঙ্গে ঝুলে আছে। আহত অন্তত ১০টি বানরের মধ্যে একটি মারা গেছে। অন্যগুলো মৃত্যুঝুঁকিতে রয়েছে। বিদ্যুত্স্পর্শে আহত বানরগুলোকে সন্তোষপুর বনাঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বন্য প্রাণী চিকিৎসা কেন্দ্র রেসকিউ সেন্টারে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, ‘আহত বানরগুলোর চিকিৎসা প্রয়োজন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে দেখি কী করা যায়? তবে বন্য প্রাণী চিকিৎসার দায়িত্ব মূলত বন বিভাগের।’
ভিডিওঃ @Fulbaria,Mymensingh

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ফুলবাড়িয়া-শিবগঞ্জ সড়কের ৭ কিলোমিটারে ১৪ গতিরোধক (স্পিড ব্রেকার)

ফুলবাড়িয়া-শিবগঞ্জ সড়কের ৭ কিলোমিটারে ১৪ গতিরোধক (স্পিড ব্রেকার)

ফুলবাড়িয়া-শিবগঞ্জ হাট কালির বাজার সড়কের বাদশা মার্কেট পর্যন্ত সাত কিলোমিটার অংশে ঝুঁকিপূর্ণ ১৪টি গতিরোধক (স্পিড ব্রেকার) আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যখন সড়কটি সংস্কার করে তখন অনুমতি ছাড়াই গতিরোধকগুলো তৈরি করে স্থানীয় লোকজন। এসব গতিরোধকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। তাদের মতে, এত বেশি গতিরোধকের কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলী, চানাচুর মিল, সুবের দোকান, ইন্দিরাপাড়, ছলির বাজার, পাঞ্জানা, নাটুয়াপাড়া, ময়নার বাজার, বাদশার মার্কেট এলাকায় ওই সব গতিরোধক তৈরি করা হয়েছে। একটি গতিরোধকের আগে বা পরে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড নেই। এ ছাড়া বিভিন্ন সময় সড়কের পাশে বসে মাইকিং করে মসজিদ-মাদরাসার জন্য টাকা তোলার জন্য অস্থায়ী তিন থেকে চারটি গতিরোধক তৈরি করা হয়েছে।  
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাচ্চু মিয়া বলেন, ‘গতিরোধকের কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দ্বিগুণ বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। কিছু কিছু গতিরোধক বোঝার কোনো উপায় নেই। যে কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে।’
গতিরোধকগুলো দ্রুত ভেঙে ফেলার দাবি জানিয়েছেন বাদশা মার্কেট এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম।
সিএনজিচালিত অটোরিকশার দুই চালক আব্বাস আলী ও আনোয়ার হোসেন বলেন, ‘সড়কে এসব গতিরোধকের কারণে এক ধরনের ভয় কাজ করে। এ ছাড়া গতিরোধকের সামনে গাড়ি থামানোর সময়, বিশেষ করে মোটরসাইকেলচালকরা পেছন থেকে অনেক সময় সজোরে ধাক্কা মারেন।’ 
উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, ‘গতিরোধকগুলো স্থানীয় লোকজন তৈরি করেছে। এসব গতিরোধক ভেঙে ফেলার জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় বলা হয়েছে।’
@ ২৬ অক্টোবর, ২০১৯, কালের কণ্ঠে প্রকাশিত হয়

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

ফুলবাড়িয়া উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়া উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্বামী ঈমান আলী গেন্দা (৪৫) ও তার স্ত্রী আকলিমা আক্তারের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বইন্যাবাড়ি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে পারিবারিক এ কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত দম্পতির ঘরে তিনটি ছেলে সন্তান রয়েছে।

সূত্রঃ Jamuna Tv News

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”

বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”

পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া গড়ার প্রত্যয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”। ইভেন্টর শুরুতে রিপোর্টিং স্পট ফুলবাড়ীয়া বঙ্গবন্ধু চত্বরে বিডি ক্লিন এর সবাই উপস্থিত হয়ে স্পট পরিচ্ছন্ন করে। শপথ বাক্য পাঠের পর মধ্যবাজার ও পেঁয়াজ মহল পরিচ্ছন্ন করে বিডি ক্লিন ফুলবাড়ীয়ার সদস্যরা। পরিচ্ছন্নতার পাশাপাশি সকল দোকানদারদের এই বিষয়ে সচেতন করা হয়।


অংশগ্রহণকারীদের অনেকের সাথে কথা বলার সময় জানায় তারা পুরো ফুলবাড়ীয়াকে পরিচ্ছন্ন করতে চায়। সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান সিয়াম বলে, “আমরা প্রতি সপ্তাহে একটি স্পট পরিচ্ছন্ন করতে পারব। তবে নিয়মিত পরিচ্ছন্নতার জন্য জনসচেতনতা জরুরী।”
উক্ত ইভেন্টে ফুলবাড়ীয়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও যোগ দিয়ে বিশেষভাবে সহযোগীতা করে।

(Collected)

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

ফুলবাড়ীয়ায় এক ভিখারীকে ঘর করে দিলেন স্থানীয় মিত্র যুব সংঘ

ফুলবাড়ীয়ায় এক ভিখারীকে ঘর করে দিলেন স্থানীয় মিত্র যুব সংঘ

ফুলবাড়ীয়ায় এক অসহায় স্বামীপরিত্যক্তা নারীকে টিনশেড ঘর নিমার্ণ করে দিলেন স্থানীয়  মিত্র যুব সংঘ । উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের  বৈলাজান গ্রামে তালাকপ্রাপ্ত অসহায় ভিখারী সাহারা বানু কে  এ ঘর নির্মাণ করে দেয় স্থানীয় শিক্ষিত যুবকদের সেচ্ছাসেবী সংগঠন মিত্র যুব সংঘ। ১২ হাত ১০ হাত টিন শেড  ঘরটি নির্মাণে  খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা।
সরেজমিনে গিয়ে  যুবসংঘের সভাপতি বাবু শিবায়ন চক্রবর্ত্তীর সাথে কথা বলে জানাযায়, সাহারা বানুর ১৩ বছর আগে  বিয়ে হয়। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই স্বামী  তাকে তালাক দিয়ে চলে গেছেন।তার পর আর খোজ পাওয়া যায়নি তাকে।  জীবন জিবিকার প্রয়োজনে অন্যের কাজ করে কিছুদিন সংসার চালিয়েছেন নিঃসন্তান সাহারা বানু। বয়সের ভারে অন্যের সংসারে  কাজ করতে না পারায় ভিক্ষাবৃতি বেচে নেয় সে। স্বামীর  কোন জায়গা জমি না থাকায় অন্যের এক খন্ড জমিতে পলিথিন, তাল পাতা দিয়ে ঘর নিমার্ণ করে ঝড় তুফানের সাথে যুদ্ধ করে চলতে হতো তাকে।

গত ঈদুল ফিতরের সময় স্থানীয় মিত্র যুবসংঘ গরীব অসহায় মানুষের মাঝে ঈদের সেমাই, চিন সহ ঈদ সামগ্রী বিতরনের জন্য তালিকা তৈরী করতে  আশ পাশের বিভিন্ন  এলাকায় বাড়ী বাড়ী গেলে  মিত্র যুব সংঘ এর নজরে আসে অসহায় গৃহহীন সাহারা বানু। তার এই সীমাহীন কষ্টের কথা বিবেচনা করে  মিত্র সংঘের কল্যান তহবিলের এর অর্থায়নে সকল সদস্য উপস্থিত থেকে নিজেরাই ১২ হাত ১০ হাত একটি টিনসেট ঘর নির্মাণ করে দেন।
এ ব্যাপারে সাহারা বানু বলেন,  আমি ভাবতেই পারছিলাম না যে কোন দিন টিনের ঘরে শুমু। মিত্র যুব সংঘ আমার মতো অসহায় ঘর ছাড়া মানুষের জন্য ঘর করে দিয়েছে আমি খুব খুশী। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে  আল্লার কাছে আমি আমার বাজানগর  জন্য দোয়া করমু।
মিত্র যুব সংঘের এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ  ফুলবাড়ীয়া থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক সাধারন সম্পাদ হাফিজুল ইসলাম স্বপন।

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

শপথ নিলেন উপ নির্বাচনে বিজয়ী জয়নাল আবেদীন বাদল

শপথ নিলেন উপ নির্বাচনে বিজয়ী জয়নাল আবেদীন বাদল


ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হিসাবে উপ নির্বাচনে বিজয়ী মোঃ জয়নাল আবেদীন বাদল বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় শপথ নিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার সহ জেলা প্রশাসনের উধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র




ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র তুলে ধরলাম। আজ ৫ দিন যাবৎ প্রতিদিনই রাস্তা বন্ধ করে চামড়া পরিষ্কার করে । আর কয়দিন করবে জানিনা ।এমনিতেই রাস্তাটুকু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।আর এখন চামড়ার ময়লা, বর্জ‍্য আর তীব্র দুর্গন্ধে রাস্তার আশেপাশে যাওয়া যায় না। এ রাস্তার আশেপাশে যাদের বাসা আছে এবং যারা এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে তাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তাছাড়া এই রাস্তায় একটি স্কুল আছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা খুবই কষ্ট হয়।
কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অতি তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান করা হয় ।।


মেয়র
ফুলবাড়ীয়া পৌরসভা
#গোলাম_কিবরীয়া

More Videos :







ফুলবাড়িয়া হেল্পলাইন গ্রুপে পোস্টটি করেছেন মনিরুল হাসান  ।।

শনিবার, ৪ মে, ২০১৯

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮)

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮)


সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮) বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাঁর পিতার নাম আঃ খালেক। 

তিন সন্তানের জনক ইউনুস আলী জমি বিক্রি করে ও দাদনের ঋণ নিয়ে গত একমাস দুই দিন আগে সৌদি আরব গিয়েছিলেন। 

গত বুধবার প্রথম দিন কাজে যোগদান করার উদ্যোশে দামমাম থেকে যাওয়ার পথে সারগা নামক স্থানে সকালে সড়ক দূর্ঘটনায় ইউনুস আলীসহ ১০ বাংলাদেশী নিহত হয়। আহত হয় আরও চারজন।

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

ফুলবাড়িয়ায় পৃথক পৃথক ৩টি ঘটনায় ছেলের হাতে মা সহ ৩ জন খুন

ফুলবাড়িয়ায় পৃথক পৃথক ৩টি ঘটনায় ছেলের হাতে মা সহ ৩ জন খুন


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক পৃথক ৩টি ঘটনায় ছেলের হাতে মা সহ ৩জন খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এসব ঘটনা ঘটে। নিহত পরিবার ও এলাকাবাসী এসব তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনারপাড় এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলে আলম মিয়ার হাতে মা আম্বিয়া খাতুন (৬০) খুন হয়েছে। স্থানীয় মো. আব্দুর রহমান জানান, তাদের বাড়ি থেকে এক আত্মীয় বিদেশে যাওয়ার কারণে শনিবার ভোররাত ৩টার দিকে আলম ও তার মা আম্বিয়া ঘুম থেকে ওঠে। এরপর ৪টার দিকে বাড়ি থেকে প্রবাসী ওই আত্মীয় রওনা হয়। এ সময় আলম কাছে থাকা আকাশমণি গাছের লাকড়ি দিয়ে তার মাকে মাথায় আকস্মিক আঘাত করে। এতে তার মা ঘটনাস্থলেই নিহত হন। প্রতিবেশীরা ছেলেকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে থানায় নিয়ে যায়।


স্থানীয় লোকজনের উদ্বৃতি দিয়ে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ‘ছেলে মানসিক ভারসাম্যহীন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’ এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


উপজেলার বরুকা নামাপাড়া আয়মন নদীর পাড় থেকে সাইদুল ইসলাম সিফাত (১০) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ শনিবার সকাল ১০ টার দিকে পুলিশ উদ্ধার করে। সিফাত ঐ গ্রামের ভ্যান চালক এনামুল হকের পুত্র। নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বাড়ীর পাশের মসজিদে সিফাত নামাজ পড়তে যায়। মসজিদে সিফাতের সাথে নূরুল ইসলামের পুত্র মিনহাজের ঝগড়া হয়৷ শিশুর ঝগড়াকে কেন্দ্র করে নূরুল ইসলাম এনামুলকে মারধর করে। রাতে এনামুলের শিশুপুত্র সিফাত মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদ থেকে নিখোঁজ হয়। পর দিন শনিবার সকালে আয়মন নদীর পাড়ে শিশুর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
নিহত শিশুর চাচা হাবিবুল্লাহ জানান, আমরা গরিব মানুষ। 


জানামতে আমাদের কোন শত্রু নাই। সিফাতের ঘাড় মাটকানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে মাংস বিহীন ছিল। আমাদের ধারনা মসজিদের ঝগড়াকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড ঘটেছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।


শিবগঞ্জ টু কেশরগঞ্জ রাস্তার বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে অটোভ্যান চাপায় তানহা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তানহা একই উপজেলার কালাদহ ইউনিয়নের শুশুতি গ্রামের ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভ বাবুল মিয়ার মেয়ে।


পরিবার সূত্রে জানা যায়, তানহা শুক্রবার বৈলাজান গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুরের দিকে নানার বাড়ীর সামনে রাস্তায় অপর বান্ধবীর সাথে আইসক্রীম কিনে রাস্তা পার হবার সময় অটোভ্যানের চাপায় গুরতর আহত হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তানহা মারা যায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, নিহত পরিবার মামলা মোকাদ্দমা করবে না বিধায় লাশ বাড়ীতে নিয়ে গেছে।


(collected)

রবিবার, ৩১ মার্চ, ২০১৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড পুড়িয়ে ফেললো এক যুবক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড পুড়িয়ে ফেললো এক যুবক

ঘটনাটি ঘটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোসা: ফাতেমা আক্তার রুনার সাথে।
ফাতেমা আক্তার রুনার বাড়ি আছিম ইউনিয়ন এর তিতারচালা মধ্যপাড়া গ্রামে।।

বৃহস্পতিবার রাত ৩ টায় মেয়ের বাড়ি থেকে ঘরের বেড়া ভেঙ্গে এডমিট কার্ড টি চুরি করে নিয়ে যায় একই এলাকার যুবক খলিল মিয়া।এডমিট কার্ডের সাথে ছিলো আর ২ কপি এডমিট কার্ড এর ফটোকপি। যেগুলো ঐ যুবক আংশিক পুড়িয়ে ঘরের পিছনে রেখে যায়,আর অরিজিনাল কপি সাথে নিয়ে যায়।
যখন যুবকটি ঘরে ডুকে তখন সে আরো ২ টি মোবাইল ও ৮ হাজার টাকা সাথে নেয় এবং যখন আরো একটি ফোন নিতে যায় তখন মেয়ের কনুই এর সাথে ওর হাত লেগে যায় এবং মেয়ে সাথে সাথে সজাগ হয়ে যায়। যার ফলে খলিল মিয়া পালিয়ে চলে যায়।দীর্ঘদিন ধরে খলিল মিয়া, মেয়ে ফাতেমা আক্তার রুনাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো এবং রাস্তাঘাটে তাকে বিভিন্ন ভাবে বিরক্ত করতো।এমন কি বিভিন্ন ভাবে হুমকি দিতো। এরকম চলার পর দেখা যায় মেয়েটির বাড়ি থেকে বের হওয়াই বন্ধ হয়ে যায়। ২৮ তারিখ রোজ বৃহস্পতিবার শাহাবুদ্দীন ডিগ্রি কলেজে এইচএসসি পরিক্ষার এডমিট আনতে যায় ফাতেমা আক্তার রুনা। তখন খলিল মিয়া রুনাকে কলেজে দেখে এবং ওকে সবসময় নজরে রাখে।যখন সে এডমিট কার্ড টি ফটোকপি করে তখন ও সে তাকে নজরে রেখেছিলো।যার ফলে রাতে সে এই এডমিট কার্ডটি চুরি করে ফেলে।।
সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত আবেদন করেছে মেয়ের সহপাঠীরা যাতে করে এর একটা সুষ্ঠু বিচার করে মেয়েটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।।

শনিবার, ৩০ মার্চ, ২০১৯

রাত পোহালেই ভোট

রাত পোহালেই ভোট


ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভোটের সরঞ্জামাদি নিয়ে ভোট কেন্দ্রে যাচছে আজ। দুপুরে ছবিটি তোলা হয়েছে পরিষদ চত্ত্বর থেকে।
১১৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতা আ'লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে আ.মালেক সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়াযয় চেয়ারম্যান পদে ভোট হবে না।

শনিবার, ২৩ মার্চ, ২০১৯

ফুলবাড়িয়ায় বনের মধ্যে অবৈধ করাতকলে অভিযান

ফুলবাড়িয়ায় বনের মধ্যে অবৈধ করাতকলে অভিযান


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বনের ভিতরে করাতকলে ভ্রাম্যমাণ আদালতে অভিযানের চালিয়েছে। আজ বৃহস্পতিবার এ অভিযানের খবর মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে প্রায় প্রত্যেকটি করাতকলের যন্ত্রাংশ খুলে নিয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
এর আগে বুধবার কালের কণ্ঠে পত্রিকায় ‘বনের মধ্যে অবৈধ করাতকল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা। বনের এলাকার মধ্যে পুটিজানা ইউনিয়ন, কুশমাইল ইউনিয়ন, নাওগাঁও ইউনিয়ন, বাকতা ইউনিয়ন ও পৌর সদরের অবৈধ করাতকলে অভিযান চালায়।
করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ সালের আইনের ৩ ও ৭ ধারা মোতাবেক শিবগঞ্জ বাজারে নজরুল ইসলামের করাতকল, বালুঘাচ বাজার হেলাল উদ্দিনের করাতকল, নুরুল ইসলামের করাতকল, সিরাজুল ইসলামের করাতকল, কেশরগঞ্জ শামছুল হকের করাতকলে, রাজ্জাকের করাতকলসহ ১৫টি অবৈধ করাতকল বন এলাকায় স্থাপন করায় মালিকদের ১০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় করাতকলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযানের খবরে রাঙ্গামটির ইউনিয়নের সেলিমস (করাতকল) মিলের শ্রমিক ও মালিক পালিয়ে যাওয়ায় যন্ত্রাংশ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনা সময় সন্তোষপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান, এনায়েতপুর বিট কর্মকর্তা মো. নূর মোহাম্মদ ও উথুরা সদর বিট কর্মকর্তা জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্রঃ kalerkantho

সোমবার, ১১ মার্চ, ২০১৯

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব কুতুব উদ্দিন স্যার আর নেই

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব কুতুব উদ্দিন স্যার আর নেই



ফুলবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব কুতুব উদ্দিন স্যার বিকাল ৪ টার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেছেন  । 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

মরহুমের জানাযা নামাজ আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় সরকারি ফুলবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ।।

সবাই স্যারের জন্যে দোয়া করবেন , আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ।।

স্যারের কিছু ছবি ঃ

(১)

(২)
(৩)


(৪)

বুধবার, ৬ মার্চ, ২০১৯

ফুলবাড়িয়ার মডেল হবে হালিমা রহমত উল্লাহ দাখিল মাদ্রাসা – আলহাজ্ব এ.কে.এম রহমত উল্লাহ এমপি

ফুলবাড়িয়ার মডেল হবে হালিমা রহমত উল্লাহ দাখিল মাদ্রাসা – আলহাজ্ব এ.কে.এম রহমত উল্লাহ এমপি



ভাল কাজ আল্লাহ তাআলা-ই করান। বংশগত ঐতিহ্যের কারণেই আমি মানুষ কে খুব ভালবাসি, ঢাকা হতে গ্রামে এসেছি কাজ করতে, আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই অত্র হালিমা রহমত উল্লাহ দাখিল মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বভার নিয়েছি এবং এটি সরকারিকরণে চেষ্টা করবো। অত্র প্রতিষ্ঠানটিকে ফুলবাড়িয়ার মডেল মাদ্রাসা বানাবো। ঢাকা-১০ আসনে এমপি হয়ে খালেদা জিয়া কমিন্টমেন্ট অনুযায়ী কাজ করেন নাই কিন্তু আমি ব্যাপক কাজ করে চলছি। আমার বাপের নামে, স্ত্রীর নামে ও আমার নিজ নামে বহু প্রতিষ্ঠান আমি করেছি। আপনাদের এলাকাতেও অত্র প্রতিষ্ঠানটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ৩টায় হালিমা রহমত উল্লাহ দাখিল মাদ্রাসা ও এতিমখানায় দু’দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-১০ আসনের এমপি আলহাজ¦ এ.কে.এম রহমত উল্লাহ এসব কথা বলেন।
পরিচালনা কমিটির সভাপতি মাও. নুরুল ইসলামের সভাপতিত্বে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আ: মালেক সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য আলহাজ¦ তাজুল ইসলাম বাবলু, উপজেলা কমিউনিটি পুলিশিং হারুন অর রশিদ হারুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রাকিব প্রমুখ বক্তৃতা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দাখিল মাদ্রাসার সুপার মো: মজিবুর রহমান। ৫ম ও ৮ম বৃত্তি, দাখিলে এ প্লাস অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও ৫জন হাফেজ ছাত্রের মধ্যে ৪জন কে পাগড়ি ও টুপি দিয়ে দিস্তারবন্দি করেন অতিথিবৃন্দ।

মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

ভাইস চেয়ারম্যান পদে শরাফ উদ্দিন শর মনোনয়ন জমা

ভাইস চেয়ারম্যান পদে শরাফ উদ্দিন শর মনোনয়ন জমা


পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ শরাফ উদ্দিন শর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ মো: মজিবুর রহমান খান, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুঞ্জুরুল হক রাসেল সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে মনোনয় পত্র জমা দেন। উল্লেখ্য উক্ত পদে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফুলবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামানের মনোনয়নপত্র দাখিল

ফুলবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামানের মনোনয়নপত্র দাখিল


পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মনোনয়ন জমা হয়েছে। তাদের একজন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান জামান। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সোমবার অফিস সময় বিকাল ৫টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবকলীগ নেতা।

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (DUSAF) নতুন কমিটি অনুমোদন

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (DUSAF) নতুন কমিটি অনুমোদন


Dhaka University students Association of Fulbaria (DUSAF)  এর নতুন কমিটি গঠন।
নির্বাচিত প্রেসিডেন্ট - হোসাইন মাহমুদ আপেল
সাধারণ সম্পাদক - মোঃ সারোয়ার আলম জিয়া
ফুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে নব কমিটির সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন।



বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

রাজধানী হোটেলসহ বিভিন্ন হোটেল ও কনফেকশনারীতে জরিমানা

রাজধানী হোটেলসহ বিভিন্ন হোটেল ও কনফেকশনারীতে জরিমানা


গত বুধবার ফুলবাড়ীয়া উপজেলা সদর বাজারে কয়েকটি কনফেকশনারী ও খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে নিয়মিত বাজার তদারকীর অংশ হিসেবে পরিদর্শন করা হয়। মূল্য তালিকা না থাকা, বাসী খাবার দিয়ে খাদ্য তৈরী, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং স্বাস্থ্যেরর জন্য ক্ষতিকর নিষিদ্ধ উপকরণে তৈরী খাদ্যপণ্য বিক্রি প্রভৃতি অভিযোগে রাজধানী হোটেলকে ১৫হাজার, দুই তারা ৩ হাজার, বিউটিফুল কনফেকশনারীকে ৮ হাজার, শান্তা মিষ্টিমুখকে ৫ হাজার এবং আসিফ স্টোরকে ২ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: মাহবুব হোসেন, ক্যাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক জনাব গোলাম রহমার ফিলিপ, এসআইটি মো: লেলিমুজ্জামান লেলিন এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।


Source : ফুলবাড়িয়া নিউজ 24