ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র তুলে ধরলাম। আজ ৫ দিন যাবৎ প্রতিদিনই রাস্তা বন্ধ করে চামড়া...




ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র তুলে ধরলাম। আজ ৫ দিন যাবৎ প্রতিদিনই রাস্তা বন্ধ করে চামড়া পরিষ্কার করে । আর কয়দিন করবে জানিনা ।এমনিতেই রাস্তাটুকু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।আর এখন চামড়ার ময়লা, বর্জ‍্য আর তীব্র দুর্গন্ধে রাস্তার আশেপাশে যাওয়া যায় না। এ রাস্তার আশেপাশে যাদের বাসা আছে এবং যারা এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে তাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তাছাড়া এই রাস্তায় একটি স্কুল আছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা খুবই কষ্ট হয়।
কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অতি তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান করা হয় ।।


মেয়র
ফুলবাড়ীয়া পৌরসভা
#গোলাম_কিবরীয়া

More Videos :







ফুলবাড়িয়া হেল্পলাইন গ্রুপে পোস্টটি করেছেন মনিরুল হাসান  ।।

Related

ফুলবাড়ীয়া 2776088390883715363

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item