ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

আছিম রামনগর শুভগ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন

আছিম রামনগর শুভগ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন


শতভাগ বিদ্যুতায়নের আওতায় গতকাল সোমবার বিকালে আছিম রামনগর শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এর প্রতিনিধিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো: রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান, আওয়ামীলীগ নেতা শামছুল আলম বাবলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হারুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফুলবাড়ীয়া জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ আল মামুন।

সোমবার, ১৬ জুলাই, ২০১৮

ভবিষ্যত পরিকল্পনায় পুটিজানা ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড চলছে

ভবিষ্যত পরিকল্পনায় পুটিজানা ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড চলছে


ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে পুটিজানা ইউনিয়ন একটি। শিক্ষা ও উন্নয়নে পিছিয়ে নেই অত্র ইউনিয়ন। বর্তমান ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকে সিডিউল মোতাবেক কাজে আগ্রহী বিধায় উন্নয়ন জনসম্মুখে দৃশ্যমান হয়েছে বলে মত দেন স্থানীয়রা। ২০১৭-২০১৮ অর্থ বছরে অত্র ইউনিয়নে সোলার প্যানেল ছাড়াই ইউনিয়নের পরিষদের বরাদ্দে ১৩ টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় সকল প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এর সুফল ভোগ করছে অত্র ইউনিয়নের সাধারন জনগন। সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে স্থানীয়দের মতামতের ভিত্তিতে আজকের প্রতিবেদন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায়, ২০১৭-১৮ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (২য় পর্যায়) কর্মসূচীর আওতায় ৯ টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলো হলো গাড়াজান মোহাম্মদ মাস্টার বাড়ীর নিকট হতে পন্ডিত বাড়ী হয়ে রামবাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, পাঞ্জানা পাকা রাস্তা হতে হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, বেড়িবাড়ী পাকা রাস্তা হতে বড়বাড়ী জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার, মৌহাতলা ঈদগাহ মাঠ হতে পাটুলী আনু ডাক্তার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, বড়খিলা ব্রীজ হতে কালারচর পর্যন্ত রাস্তা সংস্কার, সরাতিয়া নতুন বাজার হতে কাঁচিচুড়া ব্রীজ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট, বিড়ালশাখ নরেন ডাক্তার বাড়ী হতে কমলাপুর আক্কাছ মাস্টার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, কমলাপুর আরমান মেম্বার বাড়ী হতে পীরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা সংস্কার, দূর্গাপুর মিস্ত্রি বাড়ী হতে কাকোয়ান দোহার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।
টি.আর প্রকল্প : রসুলপুর জিন্নত আলী-ফকির বাড়ী নিকটে সামাজিক গুরুস্থানে মাটি ভরাট, বৈলাজান আটাপাড়া জামে মসজিদের রাস্তা সংস্কার, বৈলাজান কেন্দ্রীয় কোরবানী মাঠের রাস্তায় মাটি ভরাট মোট বরাদ্দ ১ লাখ ৫৮ হাজার টাকা।
কাবিটা প্রকল্প : মৌহাতলা মোতালেবের স মিল হতে মৌহতলা রাজ মামুদ সরকার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ৬ মে: টন।

২০১৭-১৮ অর্থ বছরে এল.জি.এস.পি-৩ খাতে প্রকল্প সাহায্য তহবিল হতে মৌলিক থোক বরাদ্দ হতে ১১ লাখ ৫১ হাজার ২৩৫ টাকার প্রকল্পগুলো গ্রহণ করা হয়।
পুটিজানা ইউনিয়ন যুবদল সভাপতি ওমর ফারুক জানান, রাজনৈতিক কারণে অন্য দল করি তবে উন্নয়নকে অস্বীকার করার কোন সুযোগ নেই, এমন অনেক রাস্তা আছে যে রাস্তাগুলোতে গত ১০-১৫ বছর যাবত মাটি পড়ে না, সেই রাস্তাগুলোতে মাটি পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে।
স্থানীয় মোফাজ্জল নামের এক পথচারী’র মতে, পর্যায়ক্রমে কাজ করলে সব রাস্তাই সংস্কার করা সম্ভব। কাজ করলে নিজেদের লাভটা একটু কম হয় তবে এতে দু’গ্রুপই উপকৃত হয়।
চলতি বছরে প্রকল্পগুলোতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার থাকলেও কাজের মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা।
কমলাপুর আরমান মেম্বার বাড়ী হতে পীরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা সংস্কার এবং দূর্গাপুর মিস্ত্রি বাড়ী হতে কাকোয়ান দোহার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার কাজ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এ নিয়ে প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো: বিল্লাল হোসেন এর কাছে ব্যাখ্যা চাইলে তিনি জানান, বৃষ্টির ফলে দেরিতে কাজ শুরু করলেও শেষ করা সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানের কাছে যোগাযোগ করা হয়েছে খুব শীঘ্রই কাজ শেষ করা হবে, ঐ সময় মানুষের আর কোন নিগেটিভ ধারনা থাকবে না।
ইউপি সচিব মো: ইদ্রিস আলী জানান, অতীতের চেয়ে প্রকল্পের কাজের স্বচ্ছতা ফিরে আসার ফলে কাজগুলো দৃশ্যমান হচ্ছে। এর সুফল অত্র ইউনিয়নের বাসিন্দারা ভোগ করবে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার বলেন, আমাকে মানুষ বার বার ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান বানায়। আমি তাদের খাদেম, কাজ করতে ভালবাসি, ভবিষ্যতে মানুষের পাশে থাকতে চাই।
প্রকল্পের কাজ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ করা ছাড়া কোন উপায় নেই ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে তবে পুরাতন রাস্তা সংস্কার ও নতুন রাস্তা করায় জনগন এর সুফল পাচ্ছে, জনগনই এর বিচার করবে।

source : fulbarianews24
ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত


ময়মনসিংহের ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজে নতুন শিক্ষার্থীদের শনিবার (১৪ জুলাই) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জিন্নাহ্ এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্ণিং বডির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আব্দুর রাজ্জাক।
এ সময় গভর্ণিং বডির সদস্য ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: আব্দুর রাজ্জাক, প্রভাষক এটি.এম মহসিন শামীম, শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের কালভার্ট ও ভাঙ্গা রাস্তা পরিদর্শন

ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের কালভার্ট ও ভাঙ্গা রাস্তা পরিদর্শন



ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ৪ টি স্থানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক ও সওজ অফিসে প্রতিবেদন দেয়ায় গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে সরেজমিনে ঘটনাস্থান পরিদর্শনে সওজ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাসুদ খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার স্থানগুলোর গুরুত্ব তুলে ধরেন। জোরবাড়ীয়া উত্তরপাড়া চানু ডাক্তারের বাড়ীর সামনের অংশে কালভার্ট ডেবে যাওয়ায় যে কোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষ আশংকার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। সওজ প্রতিনিধি অতীব গুরুত্ব অনুধাবন করে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালর্ভার্টের কাজ শুরু করার আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা পর্যন্ত) কাজ শুরু হয়নি।

বুধবার, ৬ জুন, ২০১৮

সমাজসেবা অফিসারের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

সমাজসেবা অফিসারের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিসার মো: আখলাকুর রহমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় ডাকবাংলোর সামনে মানববন্ধন হয়েছে। এতে সমাজ সেবা অফিসার মো: আবু সাইদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাহবুব হোসেন, বিআরডিবি কর্মকর্তা হুমায়ুন কবীর খান সহ সকল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা ও উপকারভোগিরা অংশ নেন। বক্তারা বলেন, অনতিবিলম্বে আব্দুল গফ্ফার হাওলাদার এর সাথে সমাজসেবা অধিদফতরের সকল চুক্তি বিধিমোতাবেক বাতিল ও গফ্ফার সিকিউরিটিস কালো তালিকাভূক্তির উদ্যোগ গ্রহণ। হামলাকারী আব্দুল গফ্ফার হাওলাদার এর এতিমখানার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
সমাজসেবা অধিদফতরে আব্দুল গফ্ফার হাওলাদার গংদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে ফুলখড়ি’র সম্পাদকের সাক্ষাত

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে ফুলখড়ি’র সম্পাদকের সাক্ষাত


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর নব নিযুক্ত চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল সাহবেরে সঙ্গে তাঁর অফিস কক্ষে গত সোমবার (২৮ মে ) সকালে ফুলবাড়ীয়া থকেে প্রকাশতি সাপ্তাহকি ফুলখড়ি পত্রকিার সম্পাদক ও প্রকাশক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও উপজলো র্দুনীতি প্রতরিোধ কমটিরি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নূরুল ইসলাম খান এক সৌজন্য সাক্ষাতে মলিতি হন এবং ফুলখড়ি পত্রকিা তুলে দনে।
উপজলো র্দুনীতি প্রতরিোধ কমটিরি উদ্যোগে উপজলো পরষিদ মলিনায়তনে সকল শক্ষিা প্রতষ্ঠিানরে প্রধানদরেকে নয়িে আসন্ন ঈদুল ফিতরের পর “র্দুনীতি বরিোধী সমাবশে ও শপথ গ্রহণ” অনুষ্ঠানে উপস্থতি থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। এ আমন্ত্রণে তনিি সম্মতি জ্ঞাপন করনে। এর আগে দুপ্রকরে সা.সম্পাদক জলো র্দুনীতি দমন কমশিন (দুদক) এর সমন্বতি র্কাযালয়ে সম্মানতি উপ-পরচিালক জনাব জাহাঙ্গীর আলম এর সাথওে সাক্ষাত করে প্রােগামরে বষিয়ে কথা বললে তনিি প্রস্তুতি গ্রহণ করতে বলনে। এ সময় সাপ্তাহকি ফুলখড়ির বিজ্ঞাপন ব্যবস্থাপক ও দনৈকি জনতার ফুলবাড়ীয়া প্রতনিধিি মোঃ আঃ জব্বার উপস্থতি ছলিনে।

রবিবার, ১১ মার্চ, ২০১৮

ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার- না পুকুর চুরি!

ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার- না পুকুর চুরি!





বহু প্রতিক্ষিত ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। সকল শ্রেণী মানুষের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে, সড়ক সংস্কার না, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুকুর চুরি!


ফুলবাড়ীয়া উপজেলার অধিকাংশ মানুষ বিভাগীয় শহরের সংঙ্গে যোগাযোগ ব্যবস্থার একমাত্র সড়কটি দীর্ঘ দিন যাবৎ বড় বড় গর্ত ও ভাঙ্গা চূড়ায় বেহাল দশা হয়ে পরেছিল। এতে যাত্রীসাধারণ ও পথচারীগণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। গত সপ্তাহে ময়মনসিংহ সদর অংশে সংস্কার কাজ যেন তেন ভাবে চলছে। পরিষ্কার পরিচ্ছন্নের কোন বালাই নেই। মাননীয় প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ.টি ইমাম ফুলবাড়ীয়ার আছিমে আগমন উপলক্ষে এর ২-৩ দিন আগে থেকে দায় সাড়া ভাবে সড়কের গর্তগুলো ভরাট করা হয়।স্থায়ীত্ব কী হবে! এটা নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কোন ভাবনা নেই। স্থানীয় লোকজন বলাবলী করছে দীর্ঘ প্রতিক্ষিত সড়ক সংস্কার- না পুকুর চুরি!

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

ময়মনসিংহ বিভাগের জে.এস.সি - ২০১৮ ও এস.এস.সি -২০২০ বর্তমান নবম শ্রেণী'র রেজিস্ট্রশন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে করা হবে

ময়মনসিংহ বিভাগের জে.এস.সি - ২০১৮ ও এস.এস.সি -২০২০ বর্তমান নবম শ্রেণী'র রেজিস্ট্রশন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে করা হবে

ময়মনসিংহ বিভাগের জে.এস.সি - ২০১৮ ও এস.এস.সি -২০২০ বর্তমান নবম শ্রেণী'র রেজিস্ট্রশন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে করা হবে।
ময়মনসিংহ বিভাগের জে.এস.সি - ২০১৮ ও এস.এস.সি -২০২০ বর্তমান নবম শ্রেণী'র রেজিস্ট্রশন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে করা হবে।




রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

ফুলবাড়ীয়ায় বস্তাবন্দী অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ফুলবাড়ীয়ায় বস্তাবন্দী অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার



গতকাল রবিবার উপজেলার কালিবাজাইল থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামের ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের পাশে একটি পুকুরে স্থানীয় লোকজন বস্তাবন্দী লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দী যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, লাশের হাত-পা প্লাষ্টিকের রশি ও গামছা দিয়ে বাঁধা এবং গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) মোঃ আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

collected news

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ফুলবাড়ীয়ায় কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ফুলবাড়ীয়ায় কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার





ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্যিক শাখার দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। গত বুধবার রাত প্রায় ১০ টায় ময়মনসিংহ থেকে মা লাইলী বেগমকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে বাড়িতে। মা ও ছেলে রাতের খাবার খায় একসাথে। খাবার শেষে আফজাল আম্মা তুমি ঘুমিয়ে পর, আমি পড়া শেষ করে ঘুমাবো। মায়ের সাথে বুধবার রাতে এই কথাই শেষ কথা হয় একমাত্র পুত্র আফজালের। এরপর মা ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের সময় মা ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলা, একমাত্র সন্তান নেই বিছানায়। পড়ার টেবিলে বই গুলো এলোমেলো অবস্থায় পরে রয়েছে। এরপর থেকে খুঁজাখুজি শুরু করেন তিনি। নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে মাছের ফিশারিতে আফজালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
ফুলবাড়ীয়া উপজেলার বরুকা গ্রামের মৃত কারী ছফর আলীর পুত্র আফজাল হোসেন তাজু। বুধবার রাতে নীজ বাড়ি থেকে নিখোঁজ হয়। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ফিসারিতে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে মর্গে প্রেরণ করেন। লাশের মাথায়, চোখে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে ও ডান হাতের আঙ্গুল কাটা রয়েছে। বিকেলে সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল মোঃ আল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের দুদু মিয়া (৫০), সোহেল হোসেন (২৬) ও দুলাল মিয়া (৩৫) কে আটক করে জিঙ্গাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধে গত প্রায় দুই মাস পূর্বে আফজাল হোসেন তাজুর ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করে। এঘটনা দুদু ও সোহেলকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের পর থেকে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মা সহ আত্মীয় স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। বারবার মুর্ছা যচ্ছেন মা। একমাত্র পুত্র সন্তান খুন হওয়ায় আনেকটাই বাকরুদ্ধ হয়ে যান মা । লাইলী বেগম বলেন-আম্মা তুমি ঘুমিয়ে পর, আমি পড়া শেষ করে ঘুমাবো, শেষ কথা বলেছিল আমার সাথে। ঘুম থেকে উঠে ভোরে যখন দেখি ঘরের দরজা খোলা, বিছানায় নেই আফজাল, মোবাইল ফোন রিসিভ করছেনা, তখনি যেন আমার মনটা বলে ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার সন্তানকে সোহেল, দুলাল কেন নির্মমভাবে হত্যা করলো? আমার ছেলেকে হত্যা না আটক রেখে যা চাইতো সবই দিয়ে দিতাম। আকাশের দিকে দুহাত তুলে বলেন, আল্লাহ আমার সন্তান হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো, যাতে করে আর কোন মায়ের বুক এভাবে খালি না হয়। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিনটি বিষয় সামনে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। বিকেল ৫ টা পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




source : banglarsongbad

বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ কেন জাতীয়করণ করা হবে না: হাইকোর্টের রুল

ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ কেন জাতীয়করণ করা হবে না: হাইকোর্টের রুল


ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ কেন জাতীয়করণ করা হবে না জানতে চেয়ে সচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরকে চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য রুল জারি করেছে হাইকোর্ট।
ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক এসএম আবুল হাশেম কলেজ জাতীয়করণ নিয়ে গত ৭ই মে  হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন ।।
৮ই মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চে রিট আবেদনটি শুনানি হয়। শুনানি শেষে ২১শে মে কেন ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণ করা হবে না আদালতকে ৪ সপ্তাহের মধ্যে  জানাতে সচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরকে বলা হয়।
রিট আবেদনকারী সহকারি অধ্যাপক এসএম আবুল হাশেম বলেন, কেন ফুলবাড়ীয়া কলেজ জাতীয়করণ করা হবে না তা জানতে মহামান্য হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরকে জবাব দিতে বলেছেন।
From : দৈনিক শিক্ষা

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

ফুলবাড়ীয়ায় মাদক জুয়া ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ

ফুলবাড়ীয়ায় মাদক জুয়া ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ


ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে মাদক, জুয়া ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালিয়ান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আল্- আমিন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান মো: আশরাফ উজ্জামান সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ প্রমুখ। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি এড. মফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আর বক্তৃতা করেন ডা: মো: আবুল হোসেন সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় এএসপি (প্রবি) বিপ্লব গোস্বামি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো: ফজলুল হক মাস্টার।