বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”

পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া গড়ার প্রত্যয়ে শুক্রবার  (৬ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত হয়েছে বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া ম...

পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া গড়ার প্রত্যয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”। ইভেন্টর শুরুতে রিপোর্টিং স্পট ফুলবাড়ীয়া বঙ্গবন্ধু চত্বরে বিডি ক্লিন এর সবাই উপস্থিত হয়ে স্পট পরিচ্ছন্ন করে। শপথ বাক্য পাঠের পর মধ্যবাজার ও পেঁয়াজ মহল পরিচ্ছন্ন করে বিডি ক্লিন ফুলবাড়ীয়ার সদস্যরা। পরিচ্ছন্নতার পাশাপাশি সকল দোকানদারদের এই বিষয়ে সচেতন করা হয়।


অংশগ্রহণকারীদের অনেকের সাথে কথা বলার সময় জানায় তারা পুরো ফুলবাড়ীয়াকে পরিচ্ছন্ন করতে চায়। সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান সিয়াম বলে, “আমরা প্রতি সপ্তাহে একটি স্পট পরিচ্ছন্ন করতে পারব। তবে নিয়মিত পরিচ্ছন্নতার জন্য জনসচেতনতা জরুরী।”
উক্ত ইভেন্টে ফুলবাড়ীয়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও যোগ দিয়ে বিশেষভাবে সহযোগীতা করে।

(Collected)

Related

ফুলবাড়ীয়া 7112308642969136754

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item