আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
ফাইল ছবিঃ ভারত এবং অস্ট্রেলিয়া আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। ১ লাখ ৩০ হাজারেরও বেশি ...
ফাইল ছবিঃ ভারত এবং অস্ট্রেলিয়া |
আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া।
১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হলো ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫টি বিশ্বকাপ জিতেছে এবং ভারত এখন পর্যন্ত দু'বার জয়ের স্বাদ পেয়েছে।
ভারত এই বিশ্বকাপে ১০টি ম্যাচের সবকটি জিতে ফাইনালে উঠেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং অবস্থায় শুরু করলেও পরে তা কাটিয়ে উঠে বর্তমান অবস্থায় এসেছে।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ