ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া একটি বানর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পাশে বসে আহাজারি করছে তা...

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া একটি বানর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পাশে বসে আহাজারি করছে তার স্বজন। 

ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া আহত বানরগুলোকে এখনো কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বানরগুলোর মুখ ও হাত-পায়ের ক্ষতস্থান থেকে মাংস পচে খসে খসে পড়ছে। পোড়া হাত-পা চামড়ার সঙ্গে ঝুলে আছে। আহত অন্তত ১০টি বানরের মধ্যে একটি মারা গেছে। অন্যগুলো মৃত্যুঝুঁকিতে রয়েছে। বিদ্যুত্স্পর্শে আহত বানরগুলোকে সন্তোষপুর বনাঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বন্য প্রাণী চিকিৎসা কেন্দ্র রেসকিউ সেন্টারে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, ‘আহত বানরগুলোর চিকিৎসা প্রয়োজন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে দেখি কী করা যায়? তবে বন্য প্রাণী চিকিৎসার দায়িত্ব মূলত বন বিভাগের।’
ভিডিওঃ @Fulbaria,Mymensingh

Related

ফুলবাড়ীয়া 4653127898582186747

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item