গত বুধবার ফুলবাড়ীয়া উপজেলা সদর বাজারে কয়েকটি কনফেকশনারী ও খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে নিয়মিত বাজার তদারকীর অংশ হিসেবে পরিদর্শন করা হয়। মূল্য তালিকা না থাকা, বাসী খাবার দিয়ে খাদ্য তৈরী, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং স্বাস্থ্যেরর জন্য ক্ষতিকর নিষিদ্ধ উপকরণে তৈরী খাদ্যপণ্য বিক্রি প্রভৃতি অভিযোগে রাজধানী হোটেলকে ১৫হাজার, দুই তারা ৩ হাজার, বিউটিফুল কনফেকশনারীকে ৮ হাজার, শান্তা মিষ্টিমুখকে ৫ হাজার এবং আসিফ স্টোরকে ২ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: মাহবুব হোসেন, ক্যাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক জনাব গোলাম রহমার ফিলিপ, এসআইটি মো: লেলিমুজ্জামান লেলিন এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
Source : ফুলবাড়িয়া নিউজ 24