প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড পুড়িয়ে ফেললো এক যুবক
ঘটনাটি ঘটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোসা: ফাতেমা আক্তার রুনার সাথে। ফাতেমা আক্ত...
https://www.fulbariatoday.com/2019/03/news-106.html
ঘটনাটি ঘটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোসা: ফাতেমা আক্তার রুনার সাথে।
ফাতেমা আক্তার রুনার বাড়ি আছিম ইউনিয়ন এর তিতারচালা মধ্যপাড়া গ্রামে।।
বৃহস্পতিবার রাত ৩ টায় মেয়ের বাড়ি থেকে ঘরের বেড়া ভেঙ্গে এডমিট কার্ড টি চুরি করে নিয়ে যায় একই এলাকার যুবক খলিল মিয়া।এডমিট কার্ডের সাথে ছিলো আর ২ কপি এডমিট কার্ড এর ফটোকপি। যেগুলো ঐ যুবক আংশিক পুড়িয়ে ঘরের পিছনে রেখে যায়,আর অরিজিনাল কপি সাথে নিয়ে যায়।

সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত আবেদন করেছে মেয়ের সহপাঠীরা যাতে করে এর একটা সুষ্ঠু বিচার করে মেয়েটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।।