ময়মনসিংহের ফুলপুরে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১ দশমিক ৫ কেজি গাঁজাসহ মোঃ রাব্বিল মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফুলপুর থানার ফতেপুর কুরিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।
গ্রেপ্তার রাব্বিল মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত শামসু মিয়া ও মৃত কদবানু বেগমের ছেলে। তার বিরুদ্ধে ফুলপুর থানায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ১৮, তারিখ: ২২/১১/২০২৫।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। রাব্বিল মিয়া কিশোরগঞ্জ থেকে গাঁজার বড় চালান এনে ময়মনসিংহ অঞ্চলে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জব্দ করা ১১.৫ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি প্রথম আলোকে বলেন, “ময়মনসিংহ বিভাগকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। বড় চালানের মাদক কারবারিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এবং আগামী দিনগুলোতে আরও কঠোর অভিযান চলবে।”
চলতি মাসে ময়মনসিংহ বিভাগে এ নিয়ে মোট ৮৭ কেজির বেশি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন ও ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে।
গ্রেপ্তারের পর রাব্বিল মিয়াকে রোববার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে।


