ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় অবৈধ ও অনিয়মে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গতকাল সোমবার (২৪ নভেম্বর) সারাদিনব্যাপী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ও র্যাব-১৪ এর সম্মিলিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জোবায়ের।
অভিযানে বৈধ লাইসেন্স না থাকা, অব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার ও অপারেশন থিয়েটারে অনিয়মের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ও কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিষ্ঠানভিত্তিক শাস্তির তালিকা:
- রয়েল কেয়ার (প্রা.) হাসপাতাল → ১ লাখ টাকা জরিমানা
- দিবা-রাত্রি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার → ৮০ হাজার টাকা জরিমানা
- আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রা.) → ৫০ হাজার টাকা জরিমানা + কর্মচারী মতিউর রহমানের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
- নিউ নাগরিক হাসপাতাল (প্রা.) → ১ লাখ টাকা জরিমানা
- রুম্পা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার → অপারেশন থিয়েটার সিলগালা + মালিক গাজী মাজহারুল আনোয়ার খোকনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
- সেন্ট্রাল হাসপাতাল (প্রা.) এন্ড ডায়াগনস্টিক সেন্টার → অপারেশন থিয়েটার সিলগালা + মালিক মাসুম রাহাত খানের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
- দি নিউ জনতা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল → পুরো প্রতিষ্ঠান সিলগালা
- কথা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার → তালা মেরে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান
এছাড়া গাজী হাসপাতাল, জুনায়েদ (প্রা.) হাসপাতাল, ইডেন হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোট জরিমানার পরিমাণ: ৪ লাখ ৮০ হাজার টাকা (তাৎক্ষণিক আদায়)
“অভিযান চলমান থাকবে”
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম জানান, “অবৈধ ও অনিয়মে পরিচালিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় আমরা কোনো ছাড় দেব না।”
অভিযানে উপস্থিত ছিলেন র্যাবের স্কোয়াড্রন লীডার শাহ মোঃ রাশেদ রাহাত, সিভিল সার্জন কার্যালয় ও র্যাবের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


