ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৫ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) দিবাগত রাত ৩টার দিকে নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেটের সামনে সড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মধ্য ধলিবিলা গ্রামের মোঃ আজিজুর রহমানের মেয়ে এবং মোঃ আবু তাহেরের স্ত্রী।
জব্দকৃত ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকারও বেশি। আটককৃত আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ময়মনসিংহসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
ডিএনসি কর্মকর্তা কাওসারুল হাসান রনি জানান, “ময়মনসিংহ অঞ্চলকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


