বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-৪ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমানের ইতিবাচক রাষ্ট্রচিন্তা আজ দেশের জনগণকে নতুন করে অনুপ্রাণিত করছে।”
মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট পৌরসভার দক্ষিণ প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে এবং রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৭ নং ওয়ার্ডের দু’টি ব্লকের নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমানের দেওয়া স্লোগান “দল-মত-ধর্ম-বর্ণ যার যার, বাংলাদেশ সবার” উদ্ধৃত করে প্রিন্স বলেন, “আমি আজ হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর জন্য বলতে চাই—দল-মত-ধর্ম-বর্ণ যার যার, হালুয়াঘাট-ধোবাউড়া সবার। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চির অবহেলিত জনপদের উন্নয়নে কোনো বিভাজন নেই, প্রয়োজন শুধু ঐক্য ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ হোক দল-মত নির্বিশেষে সকলের ঐক্যের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যে নতুন জাতীয় সম্ভাবনার জন্ম হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত, আধুনিক ও টেকসই জনপদে রূপান্তরিত করব।”
২০০১-২০০৬ সালের বিএনপি সরকারের আমলে নিজের আবেদনের ভিত্তিতে হালুয়াঘাটে পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়ার কথা স্মরণ করিয়ে প্রিন্স বলেন, “আওয়ামী লীগ আমলে পৌরসভা গঠিত হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ সংকট, রাস্তাঘাটের বেহাল দশায় পৌরবাসী ক্লান্ত। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পৌর এলাকা উপহার দেব।”
তিনি জোর দিয়ে বলেন, “আমি এমপি নির্বাচিত হলে একা এমপি হব না—হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি মানুষ এমপি নির্বাচিত হবে। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা চাই ঐক্য-সম্প্রীতি ও উন্নয়নমুখী রাজনৈতিক পরিবেশ।”
জনগণের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে প্রিন্স বলেন, “ভোট নিয়ে ঘুমিয়ে থাকব না। এই অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করব। আমার দায়িত্ব আমি নিজ কাঁধে নিয়েছি, বাকি দায়িত্ব জনগণের হাতে দিলাম।”
সভায় উপস্থিত ছিলেন—হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন, কবীর, শামসুল আলম শামস, ইসহাক আলী মাস্টার, তাজিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি প্রমুখ।


