পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। তবে পণ্য ক্রয়ের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই পণ্য কিনতে পারছেন না, যা নিয়ে ক্রেতাদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
৫৯০ টাকার প্যাকেজে দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর বিক্রি করা হচ্ছে। কিন্তু পণ্য বিক্রির প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এবং সীমিত পরিমাণ পণ্যের কারণে অনেক ক্রেতা বঞ্চিত হচ্ছেন। গত শনিবার ময়মনসিংহ নগরীর ১০টি পয়েন্টে ট্রাক সেলে পণ্য বিক্রি হয়। থানার ঘাট এলাকায় সকাল থেকে অপেক্ষা করেও অনেকেই পণ্য কিনতে ব্যর্থ হন।
ক্রেতারা অভিযোগ করেছেন, পণ্য বিক্রির প্রক্রিয়া শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। হাবিবুর রহমান নামের এক ক্রেতা বলেন, "ট্রাক আসার পর হুড়োহুড়ি শুরু হয়। যার জোর আছে, সে পণ্য পায়। আমরা দুর্বলরা বঞ্চিত হচ্ছি।"
টিসিবির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, "প্রথম দিকে চাপ বেশি থাকায় বিশৃঙ্খলা হচ্ছে। কয়েক দিন পর চাপ কমে যাবে।"