লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ অভিযোগ দাখিল করা হয়।
জাতীয়
নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন,
মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা
উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল
করার লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক
কমিটি। এতে আহ্বায়ক করা হয় মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে। আখতার
হোসেনকে করা হয় সদস্য সচিব।
- Tags:
- বাংলাদেশ
আপনার মতামত লিখুন :