করোনা ভাইরাসে আক্রান্ত ডাঃ আরিফ রব্বানী”র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এ্যাম্বুলেন্স যোগে তাঁকে ঢাকার মোগদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলহেরা একাডেমি (উচ্চ বিদ্যালয়ের) সিনিয়র শিক্ষক, ডাঃ আরিফ রব্বানীর বড় ভাই মোফাখ্খারুল ইসলাম শিবলী।
ডাঃ আরিফ রব্বানী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামের মো. আবুল হোসেন মৌলভীর তৃতীয় পুত্র এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আইরিন সুলতানা এর স্বামী।
তিনি বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
ডাঃ আরিফের বড় ভাই শিবলী বলেন, আজ থেকে ১০/১২ দিন আগে কর্মরত অবস্থায় ডাঃ আরিফের করোনা সনাক্ত হয়। এর পর থেকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে হোম কোয়ারেইন্টাইনে ছিলেন। বৃহস্পতিবারে তাঁর নিউমোনিয়া, শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হলে ডাঃ আরিফ রব্বানীকে দ্রুত ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
মোফাখ্খারুল ইসলাম শিবলী তাঁর ছোট ভাই ডাঃ আরিফ রব্বানীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
- Tags:
- ফুলবাড়ীয়া
আপনার মতামত লিখুন :