ময়মনসিংহে মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে চির বিদায় নিলো ছাত্রলীগ নেতা

মোটরসাইকেল বহর নিয়ে মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সাজ্জাদ সুফল নামে ওই ছাত্র জাতীয় কব...

মোটরসাইকেল বহর নিয়ে মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এবার বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সাজ্জাদ সুফল নামে ওই ছাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক।

জানা গেছে, মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীল দলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মটর সাইকেল বহর নিয়ে স্বাগত জানাতে যান সাজ্জাদ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার জিরু পয়েন্টে এগিয়ে আসলে মটর সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান সাজ্জাদ সুফল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। তার অবস্থা আশংকাজনক হলে আইসিওতে ভর্তি করে। পরে সন্ধায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সাজ্জাদ সুফল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিনের একমাত্র ছেলে।

Related

ময়মনসিংহ 7665752256511348747

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item