কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোররাতে রংপুর র্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর ছেলে। মাঈদুল এবার বজরা এল.কে আমিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।
রংপুরের র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে টাকা চায়। এ খবরের সূত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :