রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

৩৯তম বিসিএসের ফল প্রকাশ চলতি মাসের শেষ সপ্তাহে


৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
তিনি বলেন, বর্তমানে ফল প্রকাশের শেষ প্রস্তুতি চলছে।
ড. মোহাম্মদ সাদিক রোববার বলেন, এপ্রিলের মধ্যেই চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়াস্ত ফলাফল প্রকাশ করা হবে। খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের পরবর্তী কাজ করা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে।
তবে এই বিসিএসে পদের সংখ্যা বাড়বে না বলেও জানান তিনি।
পিএসসি সূত্র জানায়, স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য গত বছরের ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা দিতে শুরু করেন। এ বছরের ৭ মার্চ মৌখিক পরীক্ষার কার্যক্রম শেষ হয়।
গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এ বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয় দুই পরীক্ষার্থীকে।
গত বছরের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞাপন

test ads2


শেয়ার করুন