ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আর চালানো যাবে না শিক্ষাপ্রতিষ্ঠান

ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আর চালানো যাবে না শিক্ষাপ্রতিষ্ঠান। তিন মাসের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের নির্দ...


ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আর চালানো যাবে না শিক্ষাপ্রতিষ্ঠান। তিন মাসের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৫ মার্চ) বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে।
সেখানে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেয়া হলো।’
সূত্র জানায়, গত বছরের জুনে জারি করা এমপিও নীতিমালার জনবল কাঠামোতে উচ্চমাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের যোগ্যতা এবং বেতন গ্রেড নিয়ে যে নির্দেশনা রয়েছে তা নিয়ে শিক্ষক সংগঠনগুলো আপত্তি জানায়। এ জন্য গত বছরের আগস্ট মাসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে স্থগিতাদেশ দেয়া হয়েছিল।
গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় নতুন যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে।
সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ঢাকা শিক্ষা বোর্ড তাদের অধীনে যেসব স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ নেই তাদের তালিকা তৈরি করে।
এতে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনেই ২০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নেই। রাজধানীতে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭০টি। সারাদেশে অধ্যক্ষ না থাকা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ১০০ এর কাছাকাছি।
জানা যায়, বেশিরভাগ প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে অন্য শিক্ষকদের নানা ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এতে একাডেমিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষরা গভর্নিং বডির সঙ্গে যোগসাজশে ভর্তি, কেনাকাটা, কোচিং বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

Related

শিক্ষা 9036393042375222374

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item