নবনির্বাচিত ভিপি নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি ও ভিপি পদে প্...


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি ও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। টিএসসিতে গিয়ে তিনি নুরের সঙ্গে কোলাকুলি করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তিনি ছাত্রলীগের আন্দোলন প্রত্যাহার করেন। একইসঙ্গে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা দেন নুর।

শোভন বলেন, ভোটাররা ভিপি পদে নুরুল হক নূরকে বেছে নিয়েছেন। তাদের রায়ের প্রতি আমি সম্মান জানাচ্ছি। তার সঙ্গে আছি, তাকে নিয়েই শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ে কাজ করব।
শোভন আরও বলেন, নুর ডাকসুর ভিপি। তিনি কোনো দলের নয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ভিপি তিনি। তাকে সবাই সহযোগীতা করতে হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার পাশেই থাকবে ছাত্রলীগ।
তিনি বলেন, ছাত্রলীগ দেশের সবচেয়ে বড় সংগঠন। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চাই না। ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছেন, তারা আমাদেরই শিক্ষক। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমি আমার পরাজয় মেনে নিচ্ছি। তারা যে সিদ্ধান্ত দিয়েছেন, মাথা পেতে নিচ্ছি।
নানান আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। এতে ভিপি পদে জয় পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে ক্যাম্পাসে কাল ভোররাত থকেই বিরাজ করছে তীব্র উত্তেজনা সকাল থেকে চলছি ধাওয়া পাল্টা ধাওয়া। ভিসি বাসভবন ঘেরাও করে রেখেছিল ছাত্রলীগ। তারা ভিপি পদে পুননির্বাচন চায়। অন্যদিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে অংশ নেয় অন্যান্য প্যানেলের প্রার্থীরা। তারা ঘোষণা দেয় ভিপি পদ ছাড়া বাকিগুলোতে পুননির্বাচন দিতে হবে। এ সময় ক্যাম্পাসের ছাত্রলীগের ধাওয়ার শিকার হন নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরও।

Related

বাংলাদেশ 4300883506238698270

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item