রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০...


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, বনানীর এফ আর টাওয়ারে দুপুর একটার দিকে আগুন লাগে।
ভবনের ভেতরে লোকজন আটকা পড়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ১৪/১৫ তলা ভবনটির নিচের পাঁচটি তলায় প্রথমে আগুন দেখা গেলেও ধীরে ধীরে তা উপরের দিকে উঠছে।
ঘটনাস্থলে উপস্থিত আরও এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর ভবনটি থেকে প্রচুর কালো ধোঁয়া কুণ্ডলি পাঁকিয়ে বের হচ্ছে।
ভেতরে থাকা অনেকেই বাইরে দিয়ে তার বেয়ে নামার চেষ্টা করছেন।
নামতে গিয়ে তিনজনকে উপর থেকে পড়ে যেতেও দেখেছি। নিশ্চিত না, তবে শোনা যাচ্ছে একজন সাত তলা থেকে পড়ে গেছেন।
আশপাশের ভবনগুলোতে কাজ করা কয়েক হাজার লোকজন রাস্তায় নেমে এসেছেন।
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃহুূর্তের মধ্যে আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়েছে।
আগুন লাগার পর ওই ভবনের বিভিন্ন তলা থেকে লাফি পড়ে গুরুতর আহত হয়েছেন ৪জন।
প্রত্যক্ষদর্শী মোখলেসুর রহমান জানান, আগুন লাগর পর চার জন ৮ম ও নবম তলা থেকে লাফিয়ে পড়েছে। তারা হয়তো বাঁচবে না।
তাদের অবস্থা খুবই খারাপ। তবে এই মুহূর্তে কাছে গিয়ে দেখা যাচ্ছে না তারা মরে গেছে না, বেঁচে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েত উল্ল্যাহ বলেন।
আগুন নিয়ন্ত্রণের জন্যে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
আরও ২টি ইউনিট রাস্তায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Related

বাংলাদেশ 4491223701282093271

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item