ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফুলবাড়ীয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি- করোনায় আক্রান্ত ডা: এম.জি মোস্তফা দৃঢ়তা

আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি- করোনায় আক্রান্ত ডা: এম.জি মোস্তফা দৃঢ়তা


ফুলবাড়িয়া টুডে ডট কম : একজন বিনয়ী, নম্র, ভদ্র ও নিরিবিলি চিকিৎসক এম.জি. মোস্তফা। ব্যবসায়িক ধান্দায় নয়, নিজেকে একজন প্রকৃত ডাক্তার হিসাবে জানান দিতে নিজ চেম্বারে দৃশ্যমান অনেক কাজ চোখে পড়ে। কথায় নয়, চেম্বারের সামনে গেলে শিক্ষনীয় অনেক বাণী বা লেখা দেখা যায়। মেডিকেল অফিসারের দরজার সামনে পরামর্শ বা অভিযোগ রেজিস্ট্রার বা খাতা তাঁর চেম্বারেই দেখা যায়। সরকারী দায়িত্ব পালন শেষে চেম্বারে আসা বহু গরিব, অসহায় রোগিদের নিজের পকেট টাকা বের করে দিয়ে ঔষধ কিনে দিয়েছেন। হেলথ টিপস, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন লেখাও অনেক পত্রিকাতেও ছাপা হয়েছে। নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তাঁকে নিয়ে লেখা শুরু করলে অনেক বড় লেখা হয়ে যাবে। এমন একজন ব্যক্তি যিনি শুধু মানুষের সেবা করে গেছেন সেই ব্যক্তিটি যখন কারো না, কারো মাধ্যমে মরণ ঘাতক করোনায় আক্রান্ত হয়ে আক্ষেপ করেন তখন আমরা তাঁর শুভাকাঙ্খী হিসাবে কষ্টের সীমা থাকে না। তাঁর লেখাটি পাঠকের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা নেন। পৃথিবীতে এমন কিছু নেই,যা আল্লাহর নির্দেশ ব্যতীত হয়। একবুক প্রশান্তির নিঃশ্বাস নিতে পারছি এটা ভেবে যে,শেষ মুহূর্ত পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়ে গেছি। যদি মহান আল্লাহ আমাকে সুযোগ দান করেন,আবার ফিরে আসবে যুদ্ধের ময়দানে ইনশাল্লাহ। যদি মনের অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন,বিনীত ভাবে ক্ষমা করে দিবেন। আমার জন্য,আমার প্রিয় পরিবারের জন্য প্রানের গভীর থেকে দোয়া করবেন। অনুগ্রহ পূর্বক আপনারা ঘরে থাকুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন। দয়া করে কেউ চিকিৎসকের কাছে লক্ষ্মন গোপন করবেন না। আমাদের সম্মুখ যোদ্ধা খুব কম। প্রত্যেকেই যার যার অবস্হান থেকে যুদ্ধ করুন। সচেতনতা ছাড়া বাঁচার কোন পথ সেই। প্রিয় সহযোদ্ধারা খুব সতর্ক ভাবে যুদ্ধ করুন। জয় আমাদেরই হবে। ভালো থেকো প্রিয় বাংলাদেশ। সবার জন্য শুভ কামনা রইলো। সকল বন্ধু বান্ধব, শুভাকাঙ্খীদের কাছে আমি চির কৃতজ্ঞ অকৃত্রিম ভালোবাসার জন্য, শেষ মুহূর্ত পর্যন্ত এতো প্রেরনা যোগানোর জন্য। সত্যিকার বীরের মৃত্যু হয় না। আমিও যুদ্ধ করতে চাই শেষ নিঃশ্বাস অবধি। আল্লাহ সবার সহায় হউন। আমিন।

@fulbrianews24

বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে মৃত্যু ঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া একটি বানর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পাশে বসে আহাজারি করছে তার স্বজন। 

ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া আহত বানরগুলোকে এখনো কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বানরগুলোর মুখ ও হাত-পায়ের ক্ষতস্থান থেকে মাংস পচে খসে খসে পড়ছে। পোড়া হাত-পা চামড়ার সঙ্গে ঝুলে আছে। আহত অন্তত ১০টি বানরের মধ্যে একটি মারা গেছে। অন্যগুলো মৃত্যুঝুঁকিতে রয়েছে। বিদ্যুত্স্পর্শে আহত বানরগুলোকে সন্তোষপুর বনাঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বন্য প্রাণী চিকিৎসা কেন্দ্র রেসকিউ সেন্টারে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, ‘আহত বানরগুলোর চিকিৎসা প্রয়োজন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে দেখি কী করা যায়? তবে বন্য প্রাণী চিকিৎসার দায়িত্ব মূলত বন বিভাগের।’
ভিডিওঃ @Fulbaria,Mymensingh

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ফুলবাড়িয়া-শিবগঞ্জ সড়কের ৭ কিলোমিটারে ১৪ গতিরোধক (স্পিড ব্রেকার)

ফুলবাড়িয়া-শিবগঞ্জ সড়কের ৭ কিলোমিটারে ১৪ গতিরোধক (স্পিড ব্রেকার)

ফুলবাড়িয়া-শিবগঞ্জ হাট কালির বাজার সড়কের বাদশা মার্কেট পর্যন্ত সাত কিলোমিটার অংশে ঝুঁকিপূর্ণ ১৪টি গতিরোধক (স্পিড ব্রেকার) আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যখন সড়কটি সংস্কার করে তখন অনুমতি ছাড়াই গতিরোধকগুলো তৈরি করে স্থানীয় লোকজন। এসব গতিরোধকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। তাদের মতে, এত বেশি গতিরোধকের কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলী, চানাচুর মিল, সুবের দোকান, ইন্দিরাপাড়, ছলির বাজার, পাঞ্জানা, নাটুয়াপাড়া, ময়নার বাজার, বাদশার মার্কেট এলাকায় ওই সব গতিরোধক তৈরি করা হয়েছে। একটি গতিরোধকের আগে বা পরে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড নেই। এ ছাড়া বিভিন্ন সময় সড়কের পাশে বসে মাইকিং করে মসজিদ-মাদরাসার জন্য টাকা তোলার জন্য অস্থায়ী তিন থেকে চারটি গতিরোধক তৈরি করা হয়েছে।  
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাচ্চু মিয়া বলেন, ‘গতিরোধকের কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দ্বিগুণ বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। কিছু কিছু গতিরোধক বোঝার কোনো উপায় নেই। যে কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে।’
গতিরোধকগুলো দ্রুত ভেঙে ফেলার দাবি জানিয়েছেন বাদশা মার্কেট এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম।
সিএনজিচালিত অটোরিকশার দুই চালক আব্বাস আলী ও আনোয়ার হোসেন বলেন, ‘সড়কে এসব গতিরোধকের কারণে এক ধরনের ভয় কাজ করে। এ ছাড়া গতিরোধকের সামনে গাড়ি থামানোর সময়, বিশেষ করে মোটরসাইকেলচালকরা পেছন থেকে অনেক সময় সজোরে ধাক্কা মারেন।’ 
উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, ‘গতিরোধকগুলো স্থানীয় লোকজন তৈরি করেছে। এসব গতিরোধক ভেঙে ফেলার জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় বলা হয়েছে।’
@ ২৬ অক্টোবর, ২০১৯, কালের কণ্ঠে প্রকাশিত হয়

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

ফুলবাড়িয়া উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়া উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্বামী ঈমান আলী গেন্দা (৪৫) ও তার স্ত্রী আকলিমা আক্তারের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বইন্যাবাড়ি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামীর ও পুকুর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে পারিবারিক এ কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত দম্পতির ঘরে তিনটি ছেলে সন্তান রয়েছে।

সূত্রঃ Jamuna Tv News

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”

বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”

পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া গড়ার প্রত্যয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিডি ক্লিন – ফুলবাড়ীয়ার প্রথম ইভেন্ট “পরিচ্ছন্ন হোক ফুলবাড়ীয়া মধ্যবাজার”। ইভেন্টর শুরুতে রিপোর্টিং স্পট ফুলবাড়ীয়া বঙ্গবন্ধু চত্বরে বিডি ক্লিন এর সবাই উপস্থিত হয়ে স্পট পরিচ্ছন্ন করে। শপথ বাক্য পাঠের পর মধ্যবাজার ও পেঁয়াজ মহল পরিচ্ছন্ন করে বিডি ক্লিন ফুলবাড়ীয়ার সদস্যরা। পরিচ্ছন্নতার পাশাপাশি সকল দোকানদারদের এই বিষয়ে সচেতন করা হয়।


অংশগ্রহণকারীদের অনেকের সাথে কথা বলার সময় জানায় তারা পুরো ফুলবাড়ীয়াকে পরিচ্ছন্ন করতে চায়। সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান সিয়াম বলে, “আমরা প্রতি সপ্তাহে একটি স্পট পরিচ্ছন্ন করতে পারব। তবে নিয়মিত পরিচ্ছন্নতার জন্য জনসচেতনতা জরুরী।”
উক্ত ইভেন্টে ফুলবাড়ীয়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও যোগ দিয়ে বিশেষভাবে সহযোগীতা করে।

(Collected)

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

ফুলবাড়ীয়ায় এক ভিখারীকে ঘর করে দিলেন স্থানীয় মিত্র যুব সংঘ

ফুলবাড়ীয়ায় এক ভিখারীকে ঘর করে দিলেন স্থানীয় মিত্র যুব সংঘ

ফুলবাড়ীয়ায় এক অসহায় স্বামীপরিত্যক্তা নারীকে টিনশেড ঘর নিমার্ণ করে দিলেন স্থানীয়  মিত্র যুব সংঘ । উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের  বৈলাজান গ্রামে তালাকপ্রাপ্ত অসহায় ভিখারী সাহারা বানু কে  এ ঘর নির্মাণ করে দেয় স্থানীয় শিক্ষিত যুবকদের সেচ্ছাসেবী সংগঠন মিত্র যুব সংঘ। ১২ হাত ১০ হাত টিন শেড  ঘরটি নির্মাণে  খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা।
সরেজমিনে গিয়ে  যুবসংঘের সভাপতি বাবু শিবায়ন চক্রবর্ত্তীর সাথে কথা বলে জানাযায়, সাহারা বানুর ১৩ বছর আগে  বিয়ে হয়। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই স্বামী  তাকে তালাক দিয়ে চলে গেছেন।তার পর আর খোজ পাওয়া যায়নি তাকে।  জীবন জিবিকার প্রয়োজনে অন্যের কাজ করে কিছুদিন সংসার চালিয়েছেন নিঃসন্তান সাহারা বানু। বয়সের ভারে অন্যের সংসারে  কাজ করতে না পারায় ভিক্ষাবৃতি বেচে নেয় সে। স্বামীর  কোন জায়গা জমি না থাকায় অন্যের এক খন্ড জমিতে পলিথিন, তাল পাতা দিয়ে ঘর নিমার্ণ করে ঝড় তুফানের সাথে যুদ্ধ করে চলতে হতো তাকে।

গত ঈদুল ফিতরের সময় স্থানীয় মিত্র যুবসংঘ গরীব অসহায় মানুষের মাঝে ঈদের সেমাই, চিন সহ ঈদ সামগ্রী বিতরনের জন্য তালিকা তৈরী করতে  আশ পাশের বিভিন্ন  এলাকায় বাড়ী বাড়ী গেলে  মিত্র যুব সংঘ এর নজরে আসে অসহায় গৃহহীন সাহারা বানু। তার এই সীমাহীন কষ্টের কথা বিবেচনা করে  মিত্র সংঘের কল্যান তহবিলের এর অর্থায়নে সকল সদস্য উপস্থিত থেকে নিজেরাই ১২ হাত ১০ হাত একটি টিনসেট ঘর নির্মাণ করে দেন।
এ ব্যাপারে সাহারা বানু বলেন,  আমি ভাবতেই পারছিলাম না যে কোন দিন টিনের ঘরে শুমু। মিত্র যুব সংঘ আমার মতো অসহায় ঘর ছাড়া মানুষের জন্য ঘর করে দিয়েছে আমি খুব খুশী। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে  আল্লার কাছে আমি আমার বাজানগর  জন্য দোয়া করমু।
মিত্র যুব সংঘের এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ  ফুলবাড়ীয়া থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক সাধারন সম্পাদ হাফিজুল ইসলাম স্বপন।

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

শপথ নিলেন উপ নির্বাচনে বিজয়ী জয়নাল আবেদীন বাদল

শপথ নিলেন উপ নির্বাচনে বিজয়ী জয়নাল আবেদীন বাদল


ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হিসাবে উপ নির্বাচনে বিজয়ী মোঃ জয়নাল আবেদীন বাদল বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় শপথ নিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার সহ জেলা প্রশাসনের উধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র




ফুলবাড়িয়া উপজেলা হাসপাতাল রাস্তার এক নাম্বার বাইলেন রোডের বাস্তব চিত্র তুলে ধরলাম। আজ ৫ দিন যাবৎ প্রতিদিনই রাস্তা বন্ধ করে চামড়া পরিষ্কার করে । আর কয়দিন করবে জানিনা ।এমনিতেই রাস্তাটুকু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।আর এখন চামড়ার ময়লা, বর্জ‍্য আর তীব্র দুর্গন্ধে রাস্তার আশেপাশে যাওয়া যায় না। এ রাস্তার আশেপাশে যাদের বাসা আছে এবং যারা এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে তাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তাছাড়া এই রাস্তায় একটি স্কুল আছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা খুবই কষ্ট হয়।
কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অতি তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান করা হয় ।।


মেয়র
ফুলবাড়ীয়া পৌরসভা
#গোলাম_কিবরীয়া

More Videos :







ফুলবাড়িয়া হেল্পলাইন গ্রুপে পোস্টটি করেছেন মনিরুল হাসান  ।।

শনিবার, ৪ মে, ২০১৯

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮)

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮)


সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ইউনুস আলী (২৮) বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাঁর পিতার নাম আঃ খালেক। 

তিন সন্তানের জনক ইউনুস আলী জমি বিক্রি করে ও দাদনের ঋণ নিয়ে গত একমাস দুই দিন আগে সৌদি আরব গিয়েছিলেন। 

গত বুধবার প্রথম দিন কাজে যোগদান করার উদ্যোশে দামমাম থেকে যাওয়ার পথে সারগা নামক স্থানে সকালে সড়ক দূর্ঘটনায় ইউনুস আলীসহ ১০ বাংলাদেশী নিহত হয়। আহত হয় আরও চারজন।