ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের কালভার্ট ও ভাঙ্গা রাস্তা পরিদর্শন
ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ৪ টি স্থানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক ও সওজ অফিসে প্রতিবেদন দেয়ায়...
https://www.fulbariatoday.com/2018/07/news28.html
ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ৪ টি স্থানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক ও সওজ অফিসে প্রতিবেদন দেয়ায় গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে সরেজমিনে ঘটনাস্থান পরিদর্শনে সওজ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাসুদ খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার স্থানগুলোর গুরুত্ব তুলে ধরেন। জোরবাড়ীয়া উত্তরপাড়া চানু ডাক্তারের বাড়ীর সামনের অংশে কালভার্ট ডেবে যাওয়ায় যে কোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষ আশংকার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। সওজ প্রতিনিধি অতীব গুরুত্ব অনুধাবন করে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালর্ভার্টের কাজ শুরু করার আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা পর্যন্ত) কাজ শুরু হয়নি।
by -
Fulbaria,Mymensingh Editor