ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার- না পুকুর চুরি!

বহু প্রতিক্ষিত ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। সকল শ্রেণী মানুষের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে, সড়ক সংস্কার না, সড়...





বহু প্রতিক্ষিত ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। সকল শ্রেণী মানুষের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে, সড়ক সংস্কার না, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুকুর চুরি!


ফুলবাড়ীয়া উপজেলার অধিকাংশ মানুষ বিভাগীয় শহরের সংঙ্গে যোগাযোগ ব্যবস্থার একমাত্র সড়কটি দীর্ঘ দিন যাবৎ বড় বড় গর্ত ও ভাঙ্গা চূড়ায় বেহাল দশা হয়ে পরেছিল। এতে যাত্রীসাধারণ ও পথচারীগণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। গত সপ্তাহে ময়মনসিংহ সদর অংশে সংস্কার কাজ যেন তেন ভাবে চলছে। পরিষ্কার পরিচ্ছন্নের কোন বালাই নেই। মাননীয় প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ.টি ইমাম ফুলবাড়ীয়ার আছিমে আগমন উপলক্ষে এর ২-৩ দিন আগে থেকে দায় সাড়া ভাবে সড়কের গর্তগুলো ভরাট করা হয়।স্থায়ীত্ব কী হবে! এটা নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কোন ভাবনা নেই। স্থানীয় লোকজন বলাবলী করছে দীর্ঘ প্রতিক্ষিত সড়ক সংস্কার- না পুকুর চুরি!

Related

ফুলবাড়ীয়া 9064035844337564544

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item