ময়মনসিংহের হালুয়াঘাটে মানব পাচার চক্রের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার আকনপাড়া ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
- জান্নাতুল ফেরদৌস রিমা (১৯), পিতা: আজিজুল হক, গ্রাম: আকনপাড়া, হালুয়াঘাট
- শারমিন আক্তার শানু (২১), পিতা: মৃত উসমান আলী, একই গ্রাম
- তাহমিনা আক্তার (২৩), পিতা: মৃত সিরাজুল ইসলাম, গ্রাম: আকনপাড়া
- লাকী আক্তার (৩০), পিতা: মৃত মানিক, গ্রাম: মাসকা, থানা: কেন্দুয়া (নেত্রকোণা)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মানব পাচারের একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা আকনপাড়া এলাকায় অবস্থান করছে। এমন খবরে হালুয়াঘাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চার নারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে এই চক্রের হয়ে তারা নারী ও যুবতীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের কাজে জড়িত ছিল।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান,
“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রতারক চক্র নিজেদের এনজিও কর্মী বা বিদেশে চাকরি দেওয়ার নাম করে তরুণীদের ফাঁদে ফেলত। এই গ্রেফতারের ফলে চক্রটির কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে ধারণা করা হচ্ছে ।


