বাংলাদেশের ক্রীড়া খাতের নতুন যুগের সূচনা ঘটবে ময়মনসিংহের ত্রিশালে। এখানে ১৭৩ একর জায়গায় ৪০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের স্বপ্নের প্রকল্প।
অলিম্পিক কমপ্লেক্সটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতা অর্জন। এই কমপ্লেক্সে থাকবে বিভিন্ন খেলার অনুশীলন ও টুর্নামেন্টের ব্যবস্থা সহ খেলোয়াড়দের আবাসন সুবিধা।
প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়নে অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্ব পড়েছে বিওএ’র দু’সহ-সভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদের ওপর। এছাড়াও, একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামানের স্বপ্নের প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বলেন, "বিওএ সভাপতি মহোদয় একটি আইডিয়া ডেভেলপ করেছেন। সেই হিসেবে আজকের সভায় এটি আলোচনা হয়েছে। ১৭৩.৫৯ একর জমি সেনাবাহিনীর আওতায় রয়েছে। সেটিকে সেনাপ্রধান নিতে চাচ্ছেন। আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা এটিতে ফোকাস করবো।"
বিশেষজ্ঞদের মতে, এই অলিম্পিক কমপ্লেক্সে দেশের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যেন প্র্যাকটিস করতে পারে, টুর্নামেন্ট আয়োজন করতে পারে এবং আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণের সুযোগ পায়—এটাই মূল লক্ষ্য।
চার মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসের মধ্যে দেশ প্রতিনিধিত্ব করবে ৫০টি ডিসিপ্লিনে। এই গেমসগুলোতে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনও নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর জানান, এশিয়ান ইয়ুথ গেমসে আমরা ১২টি ডিসিপ্লিনের শর্ট লিস্ট করেছি। সাউথ এশিয়া গেমসে আমরা ২৬টি টিম পাঠাবো।