ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দরে ঈদুল ফিতরের ছুটি শেষে কয়লা আমদানি পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টা থেকে ভারত থেকে ৫৫ ট্রাকে ৬৬০ টন কয়লা আমদানি করা হয়েছে। এর মাধ্যমে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবারও জমজমাট হয়েছে।
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ জানিয়েছেন, ঈদের পর ৬ এপ্রিল ভারতীয় কয়লা বাংলাদেশে প্রবেশের কথা ছিল। তবে বৃষ্টির কারণে গাড়ি প্রবেশ করেনি। মঙ্গলবার বিকালে ভারত থেকে ৫৫ ট্রাকে ৬৬০ টন কয়লা এসেছে। এর মধ্য দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হলো।
কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, “বর্তমানে কয়লার অনেক চাহিদা রয়েছে। তাই আমরা আমদানি বেশি করছি। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নিয়মিত কয়লা আনতে পারলে আমরা যেমন লাভবান হবো, ঠিক তেমনি ভারতীয়রাও লাভবান হবেন।”
এর আগে এই দুই স্থলবন্দরে দীর্ঘদিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরে কয়লা আমদানি শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে চলতি বছরের ২৭ মার্চ পর্যন্ত ভারত থেকে ২৪ হাজার ৩০০ টন কয়লা আমদানি হয়। এর মধ্যে ২৭ মার্চ ১১৯ ট্রাকে এক হাজার ৪১৭ টন কয়লা এসেছে।
৩১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে এই দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। এই বন্ধকে কাটিয়ে মঙ্গলবার বিকালে কয়লা আমদানি শুরু হয়েছে।