ময়মনসিংহ সদর উপজেলায় এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাল চাঁন (২২) এবং অভিযুক্ত জালাল উদ্দিন (৩৫) একই পরিবারের দুই ভাই। নিহত যুবক পেশায় ছিলেন মিশুক চালক। পারিবারিক বিরোধের জেরে বিকেলবেলা তাদের ভগ্নিপতির উপস্থিতিতে আলোচনা চলাকালে হঠাৎ তর্ক বেধে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, "তর্কের এক পর্যায়ে জালাল উদ্দিন দা দিয়ে ছোট ভাই লাল চাঁনের ঘাড়ে কোপ দেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান লাল চাঁন।"
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসাথে ঘাতক জালাল উদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। স্থানীয় এক বাসিন্দার ভাষ্যে, "ছোট ভাই লাল চাঁন ছিলেন খুবই শান্ত প্রকৃতির। এমন মর্মান্তিক পরিণতি কেউ আশা করেনি।"
ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, "আমরা ঘটনার সব তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"


