ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ের ১৩ তলা বনানী ভবন থেকে লাফ দিয়ে মুমিনুন্নিছা মহিলা কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্থানীয়রা। নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র (২০), যিনি অর্নাস প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
ত্রিপলা ভদ্র ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র ও লিপি দত্ত দম্পতির মেয়ে। তিনি নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরা ত্রিপলা ভবনের লিফটে করে ছাদে উঠেন। মাত্র ৩ মিনিট পর (১টা ১৪ মিনিটে) তিনি ছাদ থেকে নিচে লাফ দেন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ত্রিপলা একাই ভবনে প্রবেশ করে ছাদে ওঠেন, তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায়নি। তিনি এই ভবনে এক বান্ধবীর সাথে দেখা করতে নিয়মিত আসতেন বলে প্রমাণ মিলেছে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমিক বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এই আত্মহত্যার পেছনে কাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, "ত্রিপলার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষেই স্পষ্ট কারণ জানা যাবে।"