ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২ সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে বিএনপি নেতার কোটি টাকার মানহানির মামলা
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী দুই সাংবাদিকসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। মামলাটি শনিবার (২৪ মে ২০২৫) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী অমিত হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার আসামি ও অভিযোগের বিবরণ
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন:
কবির হোসেন
আজাহারুল ইসলাম রিপন
স্থানীয় পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার
সাংবাদিক শফিকুল ইসলাম
মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৯ মে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা টোল আদায়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এই মানববন্ধনে বর্তমান ইজারাদার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নানের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়, ব্যবসায়ীদের হয়রানি এবং দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়।
বিএনপি নেতা শমসের আলী দাবি করেছেন, মানববন্ধনের প্রতিবেদন তৈরির সময় সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও শফিকুল ইসলামসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তার ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজ শমসের, বাটপার শমসের’ লেখা প্ল্যাকার্ড তৈরি করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অপমানিত হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই ঘটনায় আমি মানহানির শিকার হয়েছি, তাই আইনের আশ্রয় নিয়েছি।”
অভিযুক্ত সাংবাদিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, “আমরা কোনো ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত নই। আমরা শুধুমাত্র মানববন্ধনের সংবাদ প্রকাশ করেছি।” তারা এই মামলাকে তাদের পেশাগত দায়িত্ব পালনের ওপর হয়রানি হিসেবে দেখছেন।
বাদীপক্ষের আইনজীবী অমিত হাসান জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।