সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, "বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"
এর আগে, উপদেষ্টা পরিষদের এক বৈঠকে স্যাটেলাইটটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে স্যাটেলাইটটির নামকরণে পরিবর্তন আনা হলেও এর কার্যক্রম ও প্রযুক্তিগত দিকগুলো অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশের টেলিযোগাযোগ, সম্প্রচার এবং ইন্টারনেট সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তটি দেশের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন পরিচয় তৈরি করবে বলে মনে করা হচ্ছে।