আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। এই সময়ে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট কিনতে পারবেন।
রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে। এ সময়ে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঈদযাত্রায় যাত্রী চাহিদা মেটাতে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ব্রডগেজ কোচ আনা হবে।
ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রী চাহিদা অনুযায়ী রুট ও ট্রেন সংখ্যা চূড়ান্ত করা হবে।
গত মঙ্গলবার (৪ মার্চ) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, "ঈদকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টার সভাপতিত্বে আরেকটি সভা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।"
যাত্রীরা অনলাইন এবং রেলস্টেশন কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কাটার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে।
ঈদযাত্রায় ট্রেনের টিকিট কাটার জন্য যাত্রীদের দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ১৪ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হওয়ায় যাত্রীরা সময়মতো টিকিট সংগ্রহ করে নিন।