সেতু নয়, যেন মরণ ফাঁদ

সেতুর মাঝখানে স্লাব ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রডগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এজন্য সেতু দিয়ে চলে না ...

সেতুর মাঝখানে স্লাব ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রডগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এজন্য সেতু দিয়ে চলে না কোনো যানবাহন। শুধু পায়ে হেঁটে মানুষের চলাচল রয়েছে। কেউ যদি রিকশা বা ভ্যান সেতুটি দিয়ে পার করতে চান তাহলে কমপক্ষে চারজন লাগে রিকশা বা ভ্যান সেতুর ওপারে পৌঁছে দিতে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। কেশরগঞ্জ থেকে গারোবাজারে যাতায়াত করার একমাত্র মাধ্যম এই সেতু।


দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সেতুর দুই পাড়ের বাসিন্দারা। জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমা বলেন, রাস্তাটি এলজিইডির। তাই, সেতু সম্পর্কে আমি কিছু বলতে চাই না।



Related

রাঙ্গামাটিয়া 6224481102601280468

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item