তিনি বইটির নামকরণ করেছেন ‘ফিরে দেখা ফুলবাড়ীয়া’। অমর একুশে গ্রন্থমেলার ১৮৮, বাংলা জার্ণাল, এ পাওয়া যাচ্ছে বইটি। একজন মানুষ যিনি দেশের বিভিন্ন স্থানে চাকুরী করেছেন কিন্তু ফুলবাড়িয়াকে তিনি ভালবেসেছেন মন থেকে। কী ভালোবাসা আছে ফুলবাড়িয়ার প্রতি সেটি হয়তো বইটি পড়লে জানা যাবে। চির স্মরণীয় হয়ে থাকবে আপনার ভালোবাসা।
- Tags:
- ফুলবাড়ীয়া
আপনার মতামত লিখুন :