ঢাকা

‘ফিরে দেখা ফুলবাড়ীয়া’ নামে বই প্রকাশ

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: শনিবার, মার্চ ২০, ২০২১



দক্ষ প্রশাসক হিসাবে ফুলবাড়িয়ার খ্যাতি অর্জনকারী, দৃশ্যমান কাজ করে ফুলবাড়িয়াবাসীর মনে জায়গা করে নেওয়া ফুলবাড়িয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি: (বোয়েসেল) এর মহাব্যবস্থাপক (উপ সচিব) বনানী বিশ্বাস তাঁর প্রিয় সাবেক কর্মস্থল ফুলবাড়িয়া কে নিয়ে বই প্রকাশ করেছেন।


 তিনি বইটির নামকরণ করেছেন ‘ফিরে দেখা ফুলবাড়ীয়া’। অমর একুশে গ্রন্থমেলার ১৮৮, বাংলা জার্ণাল, এ পাওয়া যাচ্ছে বইটি। একজন মানুষ যিনি দেশের বিভিন্ন স্থানে চাকুরী করেছেন কিন্তু ফুলবাড়িয়াকে তিনি ভালবেসেছেন মন থেকে। কী ভালোবাসা আছে ফুলবাড়িয়ার প্রতি সেটি হয়তো বইটি পড়লে জানা যাবে। চির স্মরণীয় হয়ে থাকবে আপনার ভালোবাসা।