বুধবার (১৭ মার্চ) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবলীগের মিছিলে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়া সদর উপজেলার আটানী পুকুর পাড় এলাকার মজনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান।
তিনি বলেন, বিকেলে ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের মিছিলটি মালগুদাম এলাকায় পৌঁছালে স্বপন মিয়ার হার্ট অ্যাটক হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান স্বপন মিয়া।
আপনার মতামত লিখুন :