ঢাকা

মিছিলেই ঢলে পড়লেন যুবলীগকর্মী, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

ফুলবাড়ীয়া টুডে ডেস্ক

প্রকাশিত: বুধবার, মার্চ ১৭, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের মিছিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বপন মিয়া (৩৬) নামের এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবলীগের মিছিলে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া সদর উপজেলার আটানী পুকুর পাড় এলাকার মজনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান।

তিনি বলেন, বিকেলে ময়মনসিংহ মহানগর যুবলীগের আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের মিছিলটি মালগুদাম এলাকায় পৌঁছালে স্বপন মিয়ার হার্ট অ্যাটক হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান স্বপন মিয়া।