শেরপুরে করোনাভাইরাসে ১০ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন

শেরপুরের শ্রীবরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে জেলা সদর হাস...


শেরপুরের শ্রীবরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া ওই ব্যক্তির আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষার জন্য ৫টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তারমধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় শ্রীবরদীর ওই ব্যক্তিকে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হচ্ছে। ওই এলাকার আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Related

ময়মনসিংহ 6107216852072074947

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item