ফাঁস দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষে...
https://www.fulbariatoday.com/2019/08/news-137.html
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার নাম জারমিন আক্তার জুই।
জানাযায়, ত্রিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়া শেখ মঞ্জিল ছাত্রী মেসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জারমিন আক্তার জুই(২৩) ভাড়া থাকত। বৃহস্প্রতিবার বিকেলে মেসের দ্বিতীয় তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ত্রিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়া শেখ মঞ্জিল ছাত্রী মেসে মেসের দ্বিতীয় তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সাথে গলায় উড়না পেঁচানো লাশ দেখে মেসের সহকর্মীরা ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে আমরা ওই মেসে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাই । লাশ ত্রিশাল থানায় নিয়ে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়। কি কারনে এ আত্নহত্যা ঘটেছে তা এখনও জানাযায়নি। নিহত শিক্ষার্থী জামালপুর সদর বাগের হাট গ্রামের জুলহাস হোসেনের মেয়ে।