ময়মনসিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ময়মনসিংহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি, বখাটের তিনমাসের কারাদণ্ড

মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি, বখাটের তিনমাসের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলপুরে এক মাদরাসাছাত্রীকে (১৪) শ্লীলতাহানি করার অভিযোগে ইউসুফ মিয়া (২৪) নামের এক বখাটেকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া উপজেলার কাজিয়াকান্দা (মাদরাসা-সংলগ্ন) এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ওই কিশোরী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাড়ি ফিরছিল। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে আসতেই বখাটে ইউসুফ মিয়া তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে এসময় স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে পাঠান। পরে ভ্রাম্যমণ আদালত পরিচালনা করে ইউসুফ মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ময়মনসিংহে গভীর রাতে আগুনে পুড়লো ৩০ দোকান

ময়মনসিংহে গভীর রাতে আগুনে পুড়লো ৩০ দোকান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দেন। ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যোগ করেন দেলোয়ার হোসেন।

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

প্রার্থী পরিবর্তনের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সভা

প্রার্থী পরিবর্তনের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সভা


ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অষ্টধার ইউনিয়নের পান্ডাপাড়া মোড়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।


অনুপ্রবেশকারীর অভিযোগ এনে অষ্টধার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমানের পরিবর্তন চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক সরকার, মজিবর রহমান তারা সরকার, জামাল উদ্দিন, খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা মিরাজ আলী, আইউব উদ্দিন মাষ্টার প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের ত্যাগী নেতাকে বাদ নিয়ে দলে অনুপ্রবেশকারী অল্প বয়স্ক এক যুবককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। এটি তৃণমুলের সকল নেতাকর্মীর অপমানের শামিল। যোগ্য ব্যক্তি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবলুকে নৌকার মনোনয়ন দেয়া হউক। তারা বলেন, আমরা আজীবন নৌকা মার্কায় ভোট দিয়েছি, এবারও নৌকা মার্কায় ভোট দিতে চাই, তবে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হউক।

 

অষ্টধার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমান বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। অষ্টধারে আওয়ামীলীগের অবস্থা ভালো নয় বিধায় আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি শহরে বড় হয়ে মনোনয়ন পাওয়ায় স্থানীয় লোকজন আন্দোলন করছে, সেটা বিষয় না।

 

জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, আওয়ামীলীগ দলটা অনেক এলোমেলো অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর জন্য মনোনয়ন বোর্ড ভেবে চিন্তে সঠিক লোককেই মনোনয়ন দিচ্ছে। তবে মনোনয়ন পাওয়া কারো বিরুদ্ধে যদি গুরুতর কোন অভিযোগ পাওয়া যায় তাহলে কেন্দ্রে অবহিত করা হবে।

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট হবে ময়মনসিংহের সদর, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলায়। ইতোমধ্যে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। নৌকার মনোনীতরা মাঠে সরগরম থাকলেও অনেকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাদের প্রার্থীতা পরিবর্তনে আন্দোলন করে যাচ্ছেন আওয়ামীলীগসহ স্থানীয়রা।

শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত

ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ফারুক মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় শাহজাহান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশ করছিল। ওই সময় ফারুক রেললাইন পার হচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের আত্মীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষ্ণকুমার সাহা (৫৯) নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা।


মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮০ টি নমুনা পরীক্ষা করে সাতজন করোনা শনাক্ত হয়েছেন।

শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে আরো ৮ জনসহ মোট ১৬ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।


শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ৬৫৩ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

করোনায় মারা গেছেন, ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন এবং টাঙ্গাইলের একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে।

শুক্রবার, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

শুক্রবার, ২৮ মে, ২০২১

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে ২৬০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এআইআইবি

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে ২৬০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এআইআইবি

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ২৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এআইআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এআইআইবির ঋণের অর্থে তৈরি হতে যাওয়া সেতুটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বাংলাদেশে এটি হবে প্রথম আর্চ স্টিল ব্রিজ, যা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও স্থায়ী হবে।

সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ শহরে যানজট কমাতে সহায়তার পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ-ভারত সীমান্ত করিডোরের অংশ হবে। এটি স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে এআইআইবি’র সিনিয়র ইনভেস্টমেন্ট অপারেশনস স্পেশালিস্ট নাতালিয়া সানজ বলেছেন, ‘ময়মনসিংহে কেওয়াতখালী সেতু নির্মাণে এআইআইবি ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে। এর মাধ্যমে সেতু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।’

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে রাত থেকেই বৃষ্টি হতে পারে

ময়মনসিংহে রাত থেকেই বৃষ্টি হতে পারে

ময়মনসিংহে আজ রাত থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বাড়বে বৃষ্টির পরিমাণ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা বিভাগের দু’-এক জায়গায়, এছাড়া কুমিল্লা জেলায় বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ এখনও অনেক জায়গায় আছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। তবে পুরোপুরি যাবে না। কিছু কিছু এলাকায় কমে যাবে। পরবর্তীতে বৃষ্টিপাত আরও বাড়বে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত বেশি হবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গতরাতে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে অতীষ্ঠ নগরবাসীর জন্য এই হঠাৎ ঝড়বৃষ্টি আশির্বাদ হয়ে দেখা দেয়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ১, ময়মনসিংহে ৩৫ দশমিক ৩, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ৩৪ দশনিক ৮, রংপুরে ৩৪ দশমিক ১, খুলনায় ৩৬ দশমিক ৬ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, দিনাজপুর, শ্রীমঙ্গল, ফেনী, নোয়াখালী, রাঙামাটি অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কমে আসতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

 ময়মনসিংহে তরমুজের বাজারে অভিযানের পর কেজিতে বেড়ে গেল ৩০টাকা

ময়মনসিংহে তরমুজের বাজারে অভিযানের পর কেজিতে বেড়ে গেল ৩০টাকা


কেজি দরে তরমুজের চড়া দাম যেন সবুজ পানীয় তরমুজেও আগুন লেগেছে। বৈশাখের খরতাপের কাছে ভিন্ন শ্রেণি পেশার মানুষ যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনি নতুন স্টাইলে তরমুজ বিক্রির প্রতারণার এক মহা ফাঁদ তৈরি করছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই তরমুজ এখন বিভাগীয় শহর ময়মনসিংহে কেজি দরে বিক্রি হচ্ছে। এই সুযোগে বিক্রেতাদের মুনাফা চরমে।

নগরীর বিভিন্ন বাজারে এবার তরমুজের দাম বেশি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই গরমে মন চাইলেও অনেকে তরমুজ ছুঁয়ে দেখতে পারছেন না। সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, চাহিদা থাকায় সিণ্ডিকেট করে তরমুজের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাজারে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈদুল ইসলাম।

এসময় অতিরিক্ত দামে কেজি দরে তরমুজ বিক্রি দায়ে ৯টি মামলা রুজুর পাশাপাশি ৮ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।

তবে অভিযান পরিচালনার কিছুক্ষণ পরেই আগের অবস্থাতেই ফিরে আসে তরমুজ ব্যবসায়ীরা। বরংচ, কেজিতে আরও ৩০টাকা করে বাড়িয়ে তরমুজ বিক্রয় করছে।

অভিযানের পর তরমুজ আরও বেশি দামে বিক্রি করায় উকণ্ঠা প্রকাশ করেছেন নগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সময় টিভি’র ব্যুরো প্রধান হারুণ অর রশিদ উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন ‘অভিযানের পর নতুন বাজারে তরমুজের দাম আরো বেড়েছে’।

নগরীর চড়পাড়ার এক তরমুজ ব্যবসায়ী ময়মনসিংহ লাইভকে বলেন, আমরা কেজি দরেই তরমুজ বিক্রি করব। আরেক ব্যবসায়ী বলেন, জরিমানার টাকা তুলতে প্রয়োজনে দ্বিগুণ করে তরমুজের কেজি প্রতি দাম ধরা হবে। আর পাবলিক তরমুজ না খাইলে প্রয়োজনে পঁচিয়ে ফেলা হবে বলেও হুমকি দেন।

মঙ্গলবার চড়পাড়া ময়মনিসিংহ লাইভ এর তরমুজের বাজার নিয়ে লাইভ চলাকালে এক ব্যভসায়ী বলেন, মানুষের কাছে একটা তরমুজের দাম ৫০০টাকা চাইলে কেউ নিবে না, তাই ট্যাকনিক্যালি কেজি দরে ব্রিক্রি করে বোকা বানানো হয়। আর না হয় তারা তরমুজ বিক্রি করতে পারবেনা বলেও জানান।

এদিকে চলতি সপ্তাহে খুচরা বাজারে এক কেজি তরমুজের দাম চলছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। বেশি ভালো মানেরগুলো ৮০ থেকে ৯০ টাকাতে বিক্রি হচ্ছে। এতে ৫ কেজির একটি তরমুজের জন্য ক্রেতার গুণতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা!

অথচ এই তরমুজের দাম ১৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। প্রতি তরমুজ কমপক্ষে ৫গুণ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।

Source: mymensinghlive