ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে ২৬০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এআইআইবি

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ২৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এআইআই...

ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ২৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এআইআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এআইআইবির ঋণের অর্থে তৈরি হতে যাওয়া সেতুটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বাংলাদেশে এটি হবে প্রথম আর্চ স্টিল ব্রিজ, যা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও স্থায়ী হবে।

সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ শহরে যানজট কমাতে সহায়তার পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ-ভারত সীমান্ত করিডোরের অংশ হবে। এটি স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে এআইআইবি’র সিনিয়র ইনভেস্টমেন্ট অপারেশনস স্পেশালিস্ট নাতালিয়া সানজ বলেছেন, ‘ময়মনসিংহে কেওয়াতখালী সেতু নির্মাণে এআইআইবি ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে। এর মাধ্যমে সেতু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।’

Related

ময়মনসিংহ 7084781320481470657

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item