বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া উপজেলার কাজিয়াকান্দা (মাদরাসা-সংলগ্ন) এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ওই কিশোরী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাড়ি ফিরছিল। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে আসতেই বখাটে ইউসুফ মিয়া তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে পাঠান। পরে ভ্রাম্যমণ আদালত পরিচালনা করে ইউসুফ মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
- Tags:
- ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :