মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮০ টি নমুনা পরীক্ষা করে সাতজন করোনা শনাক্ত হয়েছেন।