ঘূর্ণিঝড় রেমালে প্রাণ হারিয়েছেন দু’জন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে  © সংগৃহীত ঘূর্ণিঝড় রেমালে দু’জন প...

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে  © সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালে দু’জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, উপকূল এলাকায় তীব্র বাতাস বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। 

অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ভেতরে ঢুকেছে জানিয়ে তিনি বলেন, উপকূলীয় এলাকার মানুষ বিপদে আছেন। লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। আশ্রয় কেন্দ্রে তারা যেন খাবার পায়, সে বিষয়গুলো তদারকি করা হচ্ছে।

মহিববুর রহমান বলেন, জোয়ার ভাটার সম্ভাবনা থাকায় আতঙ্ক কাটেনি। ঘূর্ণিঝড় অতিক্রম করার পরও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এটাও দুর্যোগের মধ্যে পড়ে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা আছে বলে জানান তিনি।

Related

বাংলাদেশ 3388447131415143092

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item