খাবারে তেলাপোকা, হোটেল মালিককে ৪০ হাজার জরিমানা

ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ায় হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের বা...

ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ায় হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড মহাসড়কের পাশে সেভেন স্টার হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে স্থানীয় শফিউল্লাহ আনসারীসহ ছয়জন শিক্ষক সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান। খাবার খাওয়ার সময় তারা খাবারে তেলাপোকা দেখতে পান। পরে হোটেল মালিককে জানালে উল্টো তারা কাস্টমারদের সঙ্গে খারাপ আচরণ করেন।

খবর পেয়ে ওই হোটেল পরিদর্শনে যান ইউএনও সালমা খাতুন। পরিদর্শন শেষে অনিয়ম ও খাবারে তেলাপোকা পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হলে হোটেল মালিককে ৪০ হাজার জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও সালমা খাতুন জানান, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related

ময়মনসিংহ 6302377322435314963

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item