ময়মনসিংহে ট্রাক চাপায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ইট বোঝাই ট্রাক চাপায় আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হামিদ পাঠান পৌর শহরের দুই ...

ময়মনসিংহের ভালুকায় ইট বোঝাই ট্রাক চাপায় আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল হামিদ পাঠান পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের খারুয়ালী এলাকার মৃত জাবেদ আলী পাঠানের ছেলে ও ভালুকা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।


শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতের খাবার খেয়ে চা পান করতে বাসা থেকে বের হয়েছিলেন। চা পান শেষে বাসায় ফেরার পথে ভালুকার থানার মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে হামিদ পাঠানের মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান।

ওসি রিয়াদ মাহমুদ আরও বলেন, ট্রাকটি উল্টো দিকে এসে হামিদ পাঠানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্ত করার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাক আটক করা সম্ভব হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি।

Related

ময়মনসিংহ 7826672223888483924

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item