তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার জিতলেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার জিতেছেন তিনি। ১৭ মার্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড...

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার জিতেছেন তিনি।

১৭ মার্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ দেওয়া হয়। সেখানে কলকাতার ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি।


বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন আয়োজকরা।

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’র জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

তার আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।

২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।

Related

বিনোদন 1120792784685098460

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item