নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, ‘স্কুল ভবনটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কিছু মাদকাসক্ত ছেলে ওই ভবনে নেশা করতেন। তাদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।’
তিনি জানান, পরিত্যক্ত স্কুল ভবনে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এমতাবস্থায় আগুনের ব্যাপকতা বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।