বুধবার, ২৪ মার্চ, ২০২১

২৬ মার্চ ৬ ঘন্টা উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সময়সূচি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মাত্র ৬ ঘন্টা উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। বুধবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধ শুধুমাত্র সকাল ৭টা থেকে সকাল ৯টা এবং দুপুর ১টা হতে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বিজ্ঞাপন

test ads2


শেয়ার করুন