তারাকান্দায় সড়কে ঝরে গেল ৭ তাজা প্রাণ, আহত ২

দেশে সড়ক দূর্ঘটনা কোন ক্রমেই থামছেনা। প্রতিদিনই দিতে হচ্ছে নিহত-আহতের খবর। আজও সড়কে ঝরে গেলো ৭ তাজা প্রাণ। ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটো...

দেশে সড়ক দূর্ঘটনা কোন ক্রমেই থামছেনা। প্রতিদিনই দিতে হচ্ছে নিহত-আহতের খবর। আজও সড়কে ঝরে গেলো ৭ তাজা প্রাণ। ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু সহ ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত দুইজন। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তাৎক্ষনিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা মুঠোফোনে জানিয়েছেন, নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

Related

ময়মনসিংহ 6917057862348837977

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item