বিয়েতে গ্রামে এসে গাছচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ময়মনসিংহের নান্দাইলে গাছের ডাল চাপায় মাহমুদুল হাসান অর্পণ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অর্পণ উপজেলার খারুয়া ইউনিয়নের আজহারুল...


ময়মনসিংহের নান্দাইলে গাছের ডাল চাপায় মাহমুদুল হাসান অর্পণ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অর্পণ উপজেলার খারুয়া ইউনিয়নের আজহারুল ইসলাম মল্লিকের ছেলে। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার চাকরির সুবাদে তারা সিলেটে থাকে। ফুফুর বিয়ে উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে সম্প্রতি গ্রামে এসেছিল সে।

রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া মুচিবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের চাচা বুলবুল ইসলাম বলেন, ‘দুপুরে ছেলেকে কিছু একটা কিনতে স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাঠান অর্পণের মা। ফেরার পথে মহেষকুড়া মুচিবাড়ি মোড় এলাকায় কিছু লোক গাছের ডাল কাটছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত গাছের নিচ দিয়ে দৌড় দিলে একটি ডাল তার শরীরে পড়ে। এতে সে মাথায় ডালের চাপ লেগে ঘটনাস্থলেই মারা যায়।’

তিনি আরও বলেন, ‘অর্পণের বাবা সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমাদের ছোট বোনের বিয়ে উপলক্ষে তারা গ্রামে এসেছিল। গতকাল (২৬ ডিসেম্বর) বোনের বিয়ে সম্পন্ন হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Related

ময়মনসিংহ 2349478741717439502

আপনার মন্তব্য

emo-but-icon

সর্বশেষ খবর

    এক ক্লিকে বিভাগের খবর

    ফেসবুক

    সর্বশেষ খবর


    item