শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

মৃত্যুর আগে বদলে ফেলেন নিজেকে - এই মুহুর্তটি হোক আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা


২০১৫ সালে বাকের আল মুহাম্মাদ নামের এক অস্ট্রেলিয়ান যুবক ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। আল্লাহ্‌র রহমতে, যা হতে পারত তার জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা, সেটাকে তিনি তার জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনায় পরিণত করলেন। পরিবর্তন করে ফেললেন নিজের জীবনকে। প্রস্তুতি নিলেন অন্তিম যাত্রার জন্য। মৃত্যুবরণের আগেই গুছিয়ে নিলেন তার জীবন।
তাকে কবর দেয়ার পর, তার কবরের পাশে দাঁড়িয়েই ইমাম মুহাম্মাদ হবলোস আমাদের সকলের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন। এবারের ভিডিওটিতে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যটি অনুবাদ করা হল। বাকের মুহাম্মদের মত আমরাও যেন নিজেদের বদলে ফেলতে পারি। জীবনে ক্যান্সারের মত বিপর্যয় আসা পর্যন্ত অপেক্ষা না করে, আমরা যেন সক্রিয়ভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি।

বিজ্ঞাপন

test ads2


শেয়ার করুন